টিকটক থেকে চীন তথ্য চুরি করার প্রয়াস করছে সম্প্রতি এই অজুহাতে ভারত সরকার টিকটক কে ব্যান করেছে, এখন একই সুরে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি বিবৃতিতে তিনি জানান খুব শীঘ্রই আমেরিকা টিকটক ব্যান করবে কারণ টিকটক আমেরিকার নাগরিকদের তথ্য চুরি করছে। যদিও তিনি টিকটক ব্যান করার জন্য ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন তবে ৭২ ঘন্টা কেটে গেলেও এখনো সে দেশে টিকটক ব্যান হয়নি। তবে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও জানান ভারতের মতোই এদেশেও বহু চিনি অ্যাপ ব্যান হতে চলেছে। এবং এই তালিকায় অবশ্যই সবার আগে রয়েছে টিকটকের নাম। তবে টিকটকের আমেরিকান শাখাটি সম্প্রতি মাইক্রোসফ্ট কেনার কথা বলেছিল, তবে মাইক্রোসফট এর বক্তব্য টিকটক কেনার থেকে পিছনে হটছে না তারা, এবং এই নিয়ে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা সম্প্রতি ট্রাম্প এর সঙ্গে কথা বলতে ইচ্ছা প্রকাশ করেছেন।
আমেরিকার জনগণ এতদিন টিকটক কে একটি এন্টারটেনমেন্ট অ্যাপ্লিকেশন হিসেবেই চিনে এসেছেন, কিন্তু সম্প্রতি চীনা কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে টিক টক এর মাধ্যমে যে তথ্য চুরির অভিযোগ এসেছে সেটা ভয়ানক, তাই ভারতের পর এবার উদ্বিগ্ন ডোনাল্ড ট্রাম্পের দেশ। সাধারণ মানুষ জানতেই পারছেন না যে কীভাবে তাদের তথ্য চুরি হয়ে যাচ্ছে এবং পাচার হয়ে যাচ্ছে সেটা চীনের কাছে।
তবে মাইক্রোসফট স্পষ্ট করেছে যে তারা টিকটক কেনার থেকে পিছোবে না। ট্রাম্প নিজে জানিয়েছেন যে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত সময় সীমা রয়েছে, তার মধ্যে কোন আমেরিকান সংস্থা টিকটক কে কিনলে তবেই সায় আছে হোয়াইট হাউসের, নয়তো ব্যান করা হবে টিকটক।