দেশে করোনা আক্রান্ত বেড়ে প্রায় 20 হাজার

দ্বিতীয় দফায় লকডাউন চালু থাকলেও 20 এপ্রিল থেকে কিছু ছাড় দেওয়া হয়েছে স্পর্শকাতর নয় এমন কিছু অঞ্চলে, কিন্তু এর মধ্যেই সারা দেশে আক্রান্তের সংখ্যা প্রায় 20 হাজার ছুঁই ছুঁই।

ইতিমধ্যেই মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে, সেখানে সংক্রমণ 5 হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু ঘটেছে 251 জনের। সংক্রমণ সংখ্যার হিসেবে এরপরেই আছে গুজরাট, সেখানে আক্রান্ত 2 হাজার ছাড়িয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুতেও আক্রান্ত হাজার ছাড়িয়েছে। দেশের রাজধানী দিল্লীর সংক্রমণ সংখ্যা 2 হাজার পার করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে এরাজ্যে আক্রান্ত 423, এবং মৃত্যু 15 জনের। নবান্নের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে সক্রিয় করোনা রোগী 274 জন।

গোটা ভারতের মধ্যে একেবারে ব্যাতিক্রমী ছবি ধরা পড়েছে সিকিমে যেখানে এখনো কোনো করোনা আক্রান্ত রোগী ধরা পড়েনি। পাশাপাশি আশার আলো দেখিয়ে দেশে সুস্থ হয়েছেন 3870 জন।

Leave a Comment