পুজোর পরে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হারে বাড়বে, আশঙ্কা চিকিৎসকদের
নিজস্ব প্রতিবেদন, সামনে পুজো, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই শুরু হয়ে গিয়েছে পুজোর শপিং। ভিড় জমেছে দোকানে। আর তার জেরে করোনা সংক্রমণের আশঙ্কা যে হরে বাড়তে পারে, তা সকলেরই জানা। এরমধ্যে একদিকে যেমন করোনা জয়ী হয়ে হাসপাতাল থেকে ছুটি পাচ্ছে অনেকে, অন্যদিকে চিন্তার ভাঁজ নিয়ে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অন্যজন। অসুস্থ রোগীদের সুস্থ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন কয়েকশো চিকিৎসক।
এপ্রিল এবং মে মাসে যেটুকু সচেতনতা বোধ মানুষের ভেতর কাজ করছিল, বর্তমানে তা ফিকে হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ডাক্তারদের চিন্তা বাড়াচ্ছে সামাজিক দূরত্ব বিধি শিকেয় তুলে পুজোর বাজার করার ভিড়! প্রতিদিন রোগীর ভিড়, সীমিত বেড। সেই খেয়াল নেই বাঙালির। দিব্বি নিউ মার্কেট, হাতিবাগান, গড়িয়ায় জমজমাট ভীড়। ফাঁকা যাচ্ছে না মল গুলিও, বদ্ধ পরিবেশে এসির হাওয়ায় ঠাসাঠাসি ভীড়! পুজোর মুখে প্রতিদিনই বাড়ছে রাজ্যে সংক্রমণ৷ পাশাপাশি অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বাড়তে বাড়তে ফের সাড়ে সাতাশ হাজারের কাছাকাছি৷ একদিনে করোনা আক্রান্তের সংখ্যাটা বাড়ছে ৩০৯ জন৷
করোনা গাইডলাইন মেনেই বিভিন্ন জায়গায় মণ্ডপসজ্জার কাজ শুরু হয়ে গিয়েছে। পুজোপ্রেমী বাঙালি আশায় বুক বাঁধছে। কিন্তু বাস্তব পরিস্থিতি কি আদৌ কোনও স্বস্তির বার্তা দিচ্ছে? পরিসংখ্যান কিন্তু উল্টো কথাই বলছে। দেশের মতো রাজ্যেও করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে সকলের।কলকাতায় প্রতিদিন ৬০০ এর কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে পুজোর পরেই অর্থাৎ নভেম্বরে এই সংখ্যাই দ্বিগুণ হারে বাড়বে বলেই আশঙ্কা চিকিৎসকদের।