পারিবারিক বিববেদের জেরে রাগের বশে মাকে কুপিয়ে আত্মঘাতী হাওড়ার এক পৌড়
নিজস্ব প্রতিবেদন, পারিবারিক অশান্তির জেরে মাকে কুপিয়ে খুন করল ছেলে। তারপর নিজে আত্মঘাতী হয়। জানা গিয়েছে, হাওড়ার বাসিন্দা নিজের মাকে কুপিয়ে আত্মহত্যা করল ছেলেপারিবারিক বিবাদের জেরে প্রৌঢ় মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো তাঁর বড় ছেলে। তারপর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। মাকে গুরুতর আহত অবস্থায় বেলুড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার বালি নিশ্চিন্দা থানা এলাকার শান্তিনগরে।
ছেলের নাম তারক পাল। পরিবার সূত্রে খবর, বড় ছেলে তারক পালের কোনও রোজগার ছিল না। প্রতিদিনই মদ্যপান করে বাড়ি ফিরত সে। পাশাপাশি, মায়ের কুসংস্কার নিয়েও আপত্তি ছিল তার। এ নিয়ে মা-ছেলের বিবাদ লেগেই ছিল। অভিযোগ, গতকাল রাতে বচসা চলাকালীন রাগের বশে মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে তারক।প্রতিবেশীরা আওয়াজ শুনে দৌড়ে আসে, তারপরই রক্তাক্ত অবস্থায় প্রৌঢ়াকে উদ্ধার করে প্রতিবেশীরা বেলুড় হাসপাতালে নিয়ে যান। মা হাসপাতালে যেতেই পৌড় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে দাবি করেছে ওই পরিবারের। গোটা ঘটনাটি তদন্ত করছে পুলিশ , সাথে জিজ্ঞাসাবাদ চলছে।