অর্থ সঙ্কটের দায়ে বারুইপুরে ট্রেনের কামরায় আত্মঘাতী যুবক
নিজস্ব প্রতিবেদন, কলকাতার হোটেলে কাজ করতেন। সবই ঠিকঠাক চলছিল। তারপর লকডাউনে কাজ চলে যায় বারুইপুরের বাসিন্দা চিরঞ্জিত তাঁতির। সাতমাস ধরে কোনও কাজ ছিল না। জমানো টাকাও প্রায় শেষ হতে বসেছিল। স্ত্রী-সন্তান নিয়ে পরিবার। খরচ টানতে কাজের সন্ধান করছিলেন। কিন্তু ব্যবস্থা হচ্ছিল না কিছুতেই। অবশেষে শুক্রবার রাতে ট্রেনের কামরা থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।
দিনকয়েক আগে সন্তানদের নিয়ে বাপের বাড়িতে যান স্ত্রী। গতকাল রাতে শ্বশুরবাড়িতে যাওয়ার পর, স্ত্রীর সঙ্গে বচসা হয়। এরপর রাতে বারুইপুর লোকাল থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত দেহ। আর্থিক সঙ্কটের কারণেই আত্মঘাতী কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, কলকাতার রাঁধুনির কাজটি হারিয়ে ফেলার পর থেকে তিনি চাকরির সন্ধান করছিলেন। কিন্তু তাও কোনো জায়গায় চাকরি পাননি চিরঞ্জিত। ফলে যে ভাড়া বাড়িতে তারা থাকত সেখানে ভাড়া না দিতে পারায়, দাদার বাড়িতে এসে আশ্রয় নিয়েছিলেন। গতকাল রাতে ঝামেলা হয় চিরঞ্জিতের সাথে তার স্ত্রী ও এই ঝামেলার পরেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বারুইপুর লোকাল ট্রেন থেকে। পুলিশ এই ব্যাপারে এখনো পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছে। তার দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।