খুশির দিনগুলো মনে করে মর্মস্পর্শী ট্যুইট প্রণব-কন্যা শর্মিষ্ঠার
নিজস্ব প্রতিবেদন, অত্যন্ত সংকটজনক অবস্থা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার জন্য সোমবার জরুরি অস্ত্রোপচার করা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। সোমবার দুপুরে নিজেই টুইট করে তিনি জানিয়েছিলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দিল্লিতে সেনাবাহিনীর আর অ্যান্ড আর হাসপাতালে দীর্ঘক্ষণ অস্ত্রোপচার করে প্রণবের মস্তিষ্কে জমাট বেঁধে যাওয়া রক্ত বের করা হয়েছে।
গতকাল দুপুর তিনটের পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।সকলেই তাঁর সুস্থ হওয়ার কামনা করছেন।এক বছর আগে ঠিক এই সময়েই ভারতরত্ন পেয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এক বছর পর, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনি। এক বছরে মধ্যে এরূপ অবস্থার আশা করেননি কেউই। এই দুটি সময়ের তুলনা টেনে মর্মস্পর্শী ট্যুইট প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের।
তিনি লেখেন, “গত বছর ৮ অগাস্ট ছিল আমার জীবনের অন্যতম খুশির দিন। কারণ, আমার বাবা ভারত রত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। ঠিক এক বছর পর, গত ১০ অগাস্ট তিনি গুরুতর অসুস্থ হন। আশা করি ঈশ্বর সেটাই করবেন, যেটা তাঁর জন্য সবচেয়ে ভাল। ঈশ্বর আমাকে শক্তি দিন যাতে আনন্দ ও দুঃখ–দুটিই সমানভাবে গ্রহণ করতে পারি। এই সময়ে যাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।”
রবিবার বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান ৮৪ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায়। মাথায় অস্ত্রোপচারের আগেই করোনা ধরা পড়ে প্রাক্তন রাষ্ট্রপতির শরীরে। দিল্লির সেনা হাসপাতালে তাঁর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজিটিভ আসে। সোমবার রাতে প্রাক্তন রাষ্ট্রপতির মাথায় অস্ত্রোপচার হয়, তারপর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়।ক্রমশ অবস্থার অবনতি ঘটছে, ডাক্তার সূত্রে খবর। আজ সকালে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন। ডাক্তাররা জানান, ‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি’।