সাত সকালে করোনা সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ড, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭

সাত সকালে করোনা সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ড, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭

নিজস্ব প্রতিবেদন, ফের করোনা সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ড। আমেদাবাদের পর এবার বিজয়ওয়াড়া। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার একটি হোটেল, যা করোনা সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল, রবিবার সকালে সেখানে আগুন লাগে। হোটেল স্বর্ণ প্যালেসে আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বহু করোনা আক্রান্ত ব্যক্তি সেখানে ভর্তি ছিলেন। সূত্রের খবর এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ৩০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও অনেকে আটকে রয়েছেন সেখানে। উদ্ধারকার্য চলছে। তবে এখনও জানা যায়নি, আগুন লাগার কারণ কি! পরপর এরূপ করোনা সেন্টারে আগুন লাগার ঘটনা সামনে আসতে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে।

আগুনের খবর ছড়িয়ে পড়তেই দমকলের একাধিক ইঞ্জিন ছুটে যায় এলাকায়। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। ঘটনার ফলে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

Leave a Comment