কৃষি আইনের সমর্থনে কলকাতায় বিজেপির বাইক মিছিলকে ঘিরে ধস্তাধস্তি

কৃষি আইনের সমর্থনে কলকাতায় বিজেপির বাইক মিছিলকে ঘিরে ধস্তাধস্তি

নিজস্ব প্রতিবেদন, কিছুদিন আগেই সংসদে পেশ হওয়া কেন্দ্র সরকারের কৃষি বিল নিয়ে বিরোধ তুঙ্গে। কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকারী ব‍্যক্তিরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুব কংগ্রেসের একদল কর্মী দিল্লীর একটি ট্রাক্টরে আগুন দেওয়ার পরে, উত্তরাখণ্ডে নিকাশী নিরাময়ের জন্য ‘নামামি গাঙ্গে’ প্রকল্পের আওতায় ছয়টি প্রকল্পের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া মুডে বললেন, ‘যারা নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য কৃষিক্ষেত্র জ্বালিয়ে দিচ্ছে, তারাই কৃষকদের অবমাননা করছে। কৃষকদের মেশিন ও সরঞ্জামগুলিতে আগুন লাগিয়ে লাগাতার কৃষকদের অপমান করছে’।

কৃষি আইন বিল পাশ করার পর দেশে বিভিন্ন এলাকায় দফায় দফায় এর প্রতিবাদে বিক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ৮ অক্টোবর নবান্ন অভিযানের প্রচারে ও কৃষি আইনের সমর্থনে কলকাতায় বিজেপির বাইক মিছিল বেরোয়। এদিন সেই মিছিল ঘিরে দফায় দফায় উত্তেজনার সৃষ্টি।এই করোনা আবহে সেই মিছিল করতে বাধা দেয় পুলিশ। একাধিক জায়গায় সেই মিছিল আটকানো হয়।

এদিন বাইপাসের ধারে পাঁচতারা হোটেলের সামনে থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে ইএম বাইপাস থেকে শুরু হয় মিছিল। এদিন বেলেঘাটায় সেই মিছিল আটকে পুলিশ। এবং সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। দফায় দফায় সেই মিছিল আটকায় এদিন পুলিশ। পাশাপাশি বেলেঘাটার কাদাপাড়ায় মিছিল ঘিরে শুরু হয় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তৃণমূলের অভিযোগ, তাদের এক কর্মীর দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে বচসা শুরু হয়। প্রতিবাদ করায় তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।সবমিলিয়ে কৃষি বিলের পক্ষে ও বিপক্ষে জেলায় জেলায় মিছিল ও বিক্ষোভ করেছে একাধিক রাজনৈতিক দল৷

Leave a Comment