পাকিস্তানের মাদ্রাসায় কোরাণের ক্লাস চলাকালীন ভয়াবহ বিষ্ফোরণ

নিজস্ব প্রতিবেদন, পাকিস্তানের মাদ্রাসায় কোরাণের ক্লাস চলাকালীন ভয়াবহ বিষ্ফোরণ প্রতিবেদন, পাকিস্তানের মাদ্রাসায় কোরাণের ক্লাস চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ, বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৭ জন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ৭০ জন। মৃতদের মধ্যে কিছু শিশুও রয়েছে।

মঙ্গলবার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘মাদ্রায় বিস্ফোরণটি হয়েছে। একটি প্লাস্টিক ব্যাগে সেখানে বিস্ফোরক রেখে গিয়েছিল অজ্ঞাতপরিচয় লোকেরা।’ পেশোয়ারের দির কলোনিতে রোজকার মতো আজ সকালেও কোরাণের ক্লাস চলছিল। সেই ক্লাসে হাজির ছিল বহু শিশুও। বিস্ফোরক ভরতি একটি ব্যাগ মাদ্রাসার ভিতর রেখে  যায় কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। এখনও পর্যন্ত চার জন পড়ুয়া-সহ মোট সাতজনের মৃত্যুর খবর মিলেছে। তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 

পেশোয়ারের এক বর্ষীয়ান পুলিশ কর্তা ওয়াকার আজিম জানিয়েছেন, “অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী মাদ্রাসার ভিতরে বিস্ফোরক রেখেছিল। তাতে চারজনের মৃত্যু হয়েছে। জখম ৩৬ জন।” পরে অবশ্য পেশোয়ারের এসপি মনসুর আমন জানান, “বিস্ফোরণে ৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকার্য চলছে।”  কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটাল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এখনও হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় লেডি রিডিং হসপিটালের মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। গভীর আঘাত লেগেছে ৭০ জনের। মৃতদের মধ্যে চারজন শিশু ছিল। গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছিল।

Leave a Comment