মাত্র ৬৩ দিনের এক শিশু করোনাকে জয় করে রাজ্যে নজির গড়লো

মাত্র ৬৩ দিনের এক শিশু করোনাকে জয় করে রাজ্যে নজির গড়লো

নিজস্ব প্রতিবেদন, আবার এক ছোট্ট শিশু করল করোনা জয়। রাজ্যের সর্বকনিষ্ঠ ৬৩ দিনের শিশু, যে করোনাকে হারাল। ভেন্টিলেশেন থেকে সদ্যোজাত শিশুর করোনাকে জয় করার এই ঘটনা রাজ্যে রেকর্ড বলে অভিমত চিকিত্‍সকের।

শিশুটির বাবা-মা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। জানা যাচ্ছে, শিশুটির যখন ৪০ দিন বয়স, তখন শ্বাসকষ্টের কারণে তাকে ভর্তি করা হয় পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে।শিশুটির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে সুস্থ হয় শিশুটি। শিশুটি ও তার বাবা-মায়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

আজ ঠিক ৬৩ দিনে বয়সের ওই করোনা-জয়ী শিশুকে হাসপাতাল থেকে ছাড়া হল। সত্যিই রাজ্যে নজির গড়লো ওই একরত্তি। যেখানে হাজার হাজার প্রাপ্তবয়স্ক মানুষ করোনা আক্রান্ত হলেই নিজেদের মনোবল হারিয়ে ফেলছেন, সেখানে এই খুদে শিশুটি কথা না বলতে পারলেও গোটা সমাজের করোনার সঙ্গে লড়ার মনোবল তৈরী করে দিল।

উল্লেখ্য, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১২৩ হাজার। মারা গিয়েছে ২৫২৮। ও সুস্থের সংখ্যা ৯২,৬৯০।

Leave a Comment