আজ ২৮ শে সেপ্টেম্বর। ভারতীয় নাইট্যাঙ্গেলের জন্মদিন। আজকের এই শুভ দিনটিতে ১৯২৯ সালে মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন লতা’জি। তাঁর মতো একজন নক্ষত্রের উপস্তিতিতে ভারতীয় সঙ্গীত জগত সমৃদ্ধ। তিনি এক হাজারের বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশী ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তাঁরই। বাংলা ইন্ডাস্ট্রিও তার সুরে মোহিত। আজ তাঁর ৯১ তম জন্মদিন।
অসংখ্য মানুষের হৃদয় জয় করা কণ্ঠের অধিকারী লতা’জিকে আজ শুভেচ্ছা জানান তাঁর পরিবার, বন্ধুবান্ধব, অনুরাগীরাও। কিংবদন্তী এই সঙ্গীতশিল্পীকে টুইটারে শুভেচ্ছা জানান প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র, অভিনেতা-রাজনীতিবিদ হেমা মালিনী, গায়িকা শ্রেয়া ঘোষাল, সংগীত পরিচালক এ আর রহমান। সুকণ্ঠী এই ভারতরত্নকে তাঁর ৯১ বছরের জন্মদিনে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাস মিডিয়া বার্তা দিয়ে জানিয়েছেন তিনি, লতা দিদির সঙ্গে কথা বলেছিলেন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। লতা মঙ্গাশকরের দীর্ঘ আর সুস্থ জীবন কামনা করেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন লতা মঙ্গেশকরত একটি ঘরনার নাম। লতা মঙ্গেশকরের আর্শীবাদ আর স্নেহ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন বলেও জানিয়েছেন।
এদিন শিল্পী দিদির জন্মদিনে তাঁর বোন আশা ভোঁসলেও তাঁকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। তিনি বলেনেছেন সঙ্গীত আর লতা মঙ্গেশকরের নাম পরস্পরের সঙ্গে যুক্ত। তিনিও তাঁর দিদির সুস্থ জীবন কামনা করেছেন।
সঙ্গীত জীবনে ভারত রত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণসহ একাধিক পুরষ্কার পেয়েছেন দীর্ঘ সঙ্গীত জীবনে হিন্দি, বাংলাসহ একাধিক ভাষায় প্রচুন গান গেয়েছেন তিনি। ১৯৭৪ সালে সবচেয়ে বেশি গানের শিল্পী হিসেবে গিনেস বুকে স্থান পান তিনি। ১৯৪২ সাল থেকেই শুরু হয়েছিল তাঁর সঙ্গীত জীবন। ৯১ এর নাইট্যাঙ্গেল হলেন আমাদের দেশের সম্পদ। আমরা সকলেই তাঁর দীর্ঘায়ু কামনা করি।