সাতসকালে আমেদাবাদ কোভিড হাসপাতালে মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃত ৮

সাতসকালে আমেদাবাদ কোভিড হাসপাতালে মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃত ৮

নিজস্ব প্রতিবেদন, হঠাৎ আমেদাবাদ কোভিড হাসপাতালে আগুন লেগে যায়। মর্মান্তিক সেই অগ্নিকান্ডে গুজরাটের আমদাবাদের কোভিড হাসপাতালে ঝলসে যান আট কোভিড রোগী।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাতে এই আগুন লাগে হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে।আমদাবাদের নভরঙ্গপুরার শ্রে নামে বেসরকারি এই মাল্টিস্পেশালিটি হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছিল।

সঙ্কটাপন্ন অবস্থায় তাঁদের চিকিৎসাও শুরু হয়, কিন্তু বাঁচানো যায়নি কাউকেই। মৃতদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা। ভোর রাত ৩টে নাগাদ হাসপাতালের আইসিইউ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রথম খেয়াল করেন হাসপাতালের রক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আইসিইউ ও তার আশপাশের ওয়ার্ডগুলিতে। আইসিইউ থেকে রোগীদের উদ্ধারের আগেই পুড়ে যান আটজন।

আগুনে ঝলসে পুড়ে যান আটজন।শরীরের অর্ধেকের বেশি ঝলসে গিয়েছিল। হাসপাতালে ভর্তি বাকি ৩৫ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।তবে এখনও আগুন লাগার প্রাথমিক কারণ জানা যায়নি। ঘটনাস্থলে অনেকগুলো দমকল ইঞ্জিন।

Leave a Comment