করোনা সংক্রমণ ঠেকাতে ৬ ফুটের দূরত্ব বিধি সঠিক নয়

আবার চাঞ্চল্যকর তথ্য প্রদান করল আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন ওরফে সিডিসি, তাদের দাবি অনুযায়ী করোনা সংক্রমণ এড়াতে ৬ ফুটের দূরত্ববিধি সঠিক নয়।

সম্প্রতি সিডিসির বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখেন যে করোনার ভাইরাস ৬ ফুটের ও অনেক বেশি বায়ুবাহিত হওয়া সম্ভব, এবং বায়ুতে এটি অনেকক্ষণ পর্যন্ত সক্রিয় থাকতে পারে।

এর আগেও এরকম একটি নির্দেশিকা দিয়েছিল সিডিসি, কিন্তু পরে সেটি তুলে নেওয়া হলে যথেষ্ট ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। করোনার বায়ুবাহিত হওয়ার আশঙ্কা বৈজ্ঞানিকরা প্রথম থেকেই করছিল এবং সিডিসির এই গবেষণা সেটাই প্রমাণ করলো।

একটি বিজ্ঞপ্তিতে সিডিসি প্রকাশ করে যে এমন কোনো বদ্ধ জায়গা যেখানে আলো এবং হাওয়া সঠিকভাবে চলাচল করতে পারে না সেসব জায়গায় করোনাভাইরাস বায়ুবাহিত হয়ে ৬ ফুটেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম, এবং অনেক বেশি সময় ধরে বাতাসে বেঁচে থাকার ক্ষমতা রাখে।

বাতাসে জলীয় পদার্থ কিংবা সূক্ষ্ম কণার সাহায্যে ভাইরাসটি প্রায় কয়েক ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে, এবং বদ্ধ জায়গায় ভাইরাসটি বায়ুবাহিত হয় প্রায় ২ মিটার অব্দি অতিক্রম করতে পারে।

গোটা বিশ্বেই করোনা সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। ইতিমধ্যে ইউরোপের বেশ কিছু দেশে আবার লকডাউন এর পথে হাঁটছে, আমেরিকার নিউইয়র্ক এর অবস্থাও সঙ্গিন। এরকম কঠিন সময় সিডিসির প্রকাশ করা এই বিজ্ঞপ্তি বৈজ্ঞানিকদের অস্বস্তি অনেকাংশেই বাড়িয়ে দেবে।

Leave a Comment