ভারতে প্রবেশ ৫ রাফাল যুদ্ধবিমানের, ‘এর ধারেকাছেও আসে না চিনের J-20!’ দাবি প্রাক্তন বায়ুসেনা ধানোয়ার

ভারতে প্রবেশ ৫ রাফাল যুদ্ধবিমানের, ‘এর ধারেকাছেও আসে না চিনের J-20!’ দাবি প্রাক্তন বায়ুসেনা ধানোয়ার

নিজস্ব প্রতিবেদন, আজ ফ্রান্স থেকে বিশ্বের সবথেকে শক্তিশালী লড়াকু বিমান ভারতে এল। দেশবাসীর কাছে এর গুরুত্ব অপরিসীম। চিনের সাম্প্রতিক আগ্রাসনের ফলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও ভারত রাফালের কারণে অনেকটা এগিয়ে থাকবে বলেই জানালেন প্রাক্তন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। র্যাফেল প্রবেশের আগেই তিনি স্পষ্ট বললেন, ‘রাফাল আমাদের বদলে দেবে, এর ধারেকাছেও আসে না চিনের J-20!’তাঁর কথায় চিনের পঞ্চম জেনারেশন J-20 কোনওভাবেই রাফালের সঙ্গে তুলনায় আসে না এই রাফাল।

চিনের J-20 বেশ শক্তিশালী, তবে ভারতের এই রাফাল ও Su-30 MKI-এর মাধ্যমে খুব সহজেই তার মোকাবিলা করতে পারবে। পাশাপাশি ধানোয়া প্রশ্ন করেন, যদি চিনের যুদ্ধবিমান এতই ভালো হয়, তবে কেন গত বছর পাকিস্তান F-16 ব্যবহার করল, কেন স্যুইডেনের এয়াররাডার ও তুরস্কের টার্গেট পড ব্যবহার করে পাকিস্তান। বুধবারই দেশের মাটি ছোঁবে রাফালের পাঁচটি জেট। সোমবারই ফ্রান্স থেকে সে গুলি নিয়ে ভারতের উদ্দেশে পাড়ি দিয়েছেন ভারতীয় বায়ুসেনার পাইলটরা। রাফাল কীভাবে কাজ করতে পারে সে বিষয়ে ধারণা দিয়েছেন গিয়ে প্রাক্তন এয়ার চিফ মার্শাল ধানোয়া।

ইতিমধ্যে ভারতের আকাশসীমায় প্রবেশ ৫ রাফাল যুদ্ধবিমানের, অবতরণ আর কিছুক্ষণের মধ্যেই। অত্যাধুনিক এই বিমান লাদাখ সীমান্তে চিন কোনও ভুল সিদ্ধান্ত নিলে, রাফালই যুদ্ধের পরিণতি ঠিক করে দিতে পারে। ধানোয়ার দালি, বিমানবাহিনী যদি প্রতিপক্ষের বায়ুর প্রতিরোধ ভেঙে দেয় তাহলে চিনা সেনা হোতান ও লাসায় থাকবে, ফলে তাদের সহজেই টার্গেট করা যাবে। চিন হোতানে ৭০টি ও লাসায় ২৬টি বিমান রেখেছে বলে জানিয়েছেন প্রাক্তন এয়ার চিফ মার্শাল।

আল-ডাফরা বায়ুসেনা ঘাঁটির কাছে আছড়ে পড়ে দুটি ইরানি ক্ষেপণাস্ত্র। সেই সময় বায়ুসেনা ঘাঁটিতে ছিল রাফাল যুদ্ধবিমানগুলি। তবে, এই হানায় বিমান বা ভারতীয় চালকদের কোনও ক্ষতি হয়নি। এমনটাই জানা গিয়েছে।অম্বালায় পৌঁছনোর পর, রাফালগুলিকে ‘ওয়াটার স্যালুট’ দেওয়া হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ অম্বালায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। আবহাওয়া প্রতিকূল হলে, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে যোধপুর বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করবে বিমানগুলি। যদিও আজ সরকারিভাবে রাফালের অন্তর্ভুক্তি হচ্ছে না। অগাস্ট মাসে আনুষ্ঠানিকভাবে বিমানগুলিকে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি, দ্বিতীয় ব্যাচের আরও পাঁচটি বিমান অক্টোবর-নভেম্বর মাস নাগাদ আসবে।

Leave a Comment