কোভিড মোকাবিলায় ব্যর্থ রেমডেসিভার, হাইড্রক্সিক্লোরোকুইন – এর মত ৪ টি ওষুধ
নিজস্ব প্রতিবেদন, কোভিড মোকাবিলায় কোনও কাজেই আসছে না রেমডেসিভার, হাইড্রক্সিক্লোরোকুইন, লোপিনাভির ও ইন্টারফেরন-এর মতো ওষুধ। এমনই দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। অতিমারী করোনা রুখতে তাবড় তাবড় বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। এরমধ্যে বেশকিছু ভ্যাকসিনের ট্রায়াল চলছে। ইতিমধ্যে অনেক ভব্যাকসিন বাদও পড়েছে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)- এর দাবি, কোভিড মোকাবিলায় কোনও কাজেই আসছে না রেমডেসিভার, হাইড্রক্সিক্লোরোকুইন, লোপিনাভির ও ইন্টারফেরন-এর মতো ওষুধ।
সলিডারিটি ট্রায়াল রিপোর্ট অনুযায়ী, রেমডেসিভার ও ইন্টারফেরন ব্যবহারে হাসপাতালে ভরতি কোভিড রোগীদের উপরে প্রয়োগে বিশেষ ফল পাওয়া যায়নি। বর্তমানে ভারতে কোভিড মোকাবিলার চিকিৎসা ব্যবস্থায় হাইড্রক্সিক্লোরোকুইন এবং রেমডেসিভার ব্যবহারের অনুমোদন দিয়েছে প্রশাসন।কিন্তু দেখা যাচ্ছে, সলিডারিটি ট্রায়াল রিপোর্ট অনুযায়ী, রেমডেসিভার ও ইন্টারফেরন ব্যবহারে হাসপাতালে ভরতি কোভিড রোগীদের উপরে প্রয়োগে বিশেষ কোনও ফল পাওয়া যায়নি।তাই অতিমারীতে মৃতের হার, রোগীদের ভেন্টিলেশনে থাকা এবং হাসপাতালে ভরতি থাকার মেয়াদ বিচার করে এই সিদ্ধান্তে পৌঁছেছে সংস্থা।
করোনা আক্রান্তে যারা মারা গিয়েছে, তাদের উপরও প্রয়োগ করা হয়েছিল এই ওষুধ, কিন্তু কোনও কাজ হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অর্থাৎ করোনা রুখতে ব্যর্থ এই সকল ওষুধ। তবে এখনও এ নিয়ে সমালোচনা চলছে।জানা গিয়েছে, বর্তমানে গবেষণাপত্রটি সমালোচনার পর্যায়ে রয়েছে এবং তার পরে তা প্রকাশ করা হবে।