মোবাইল হারাবেন ৪ কোটি উপভোক্তা

সম্প্রতি একটি সমীক্ষায় ইন্ডিয়ান সেলুলার এন্ড ইলেকট্রনিক্স এসোসিয়েশন (আইসিইএ) জানিয়েছে যে যদি লকডাউন এবং মোবাইল ও জরুরি মোবাইল পার্টস বিক্রিতে নিষেধাজ্ঞা চলতে থাকে তাহলে মে মাস শেষে প্রায় চার কোটি উপভোক্তা মোবাইল হারাবেন।

এই মুহূর্তে প্রায় ২.৫ কোটি মানুষ মোবাইল খারাপ হওয়ার দরুন তা ব্যাবহারে অপারক এবং জরুরি পার্টস এর সরবরাহ ছাড়া এগুলো সরানো এইমুহূর্তে সম্ভব নয়। তাই করোনার জেরে মোবাইল এবং মোবাইল পার্টসের কেনা বেচা বন্ধের কারণে এই মুহূর্তে বেশ কিছু উপভোক্তা মোবাইল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকার থেকে ইন্টারনেট এবং আইটি পরিষেবা ছাড় পেলেও বাদের খাতায় চলে গেছে মোবাইল বিক্রির পরিষেবা।

আইসিইএ অন্তর্গত সদস্যদের অন্যতম ফক্সকন, সাওমি দের মতে ভারতের বর্তমান চাহিদা বছর প্রতি ৮৫ কোটি হ্যান্ডসেট সেখানে হ্যান্ডসেট খারাপ হওয়ার সংখ্যা গড়ে
.২৫% প্রতি মাসে মানে সে অর্থে ২.৫ কোটি উপভোক্তা এই মুহূর্তে মোবাইল ছাড়া আছেন যাদের হয় নতুন মোবাইল লাগবে বা পুরোনোটি সারাতে লাগবে।
আইসিইএ থেকে সরকারকে বারংবার বলা হয়েছে মোবাইল কে অত্যাবশ্যকীয় পণ্যের নথিভুক্ত করতে।

সম্প্রতি তথ্য সম্প্রচার মন্ত্রালয় থেকে গৃহমন্ত্রালয়ে ব্যাপারটি জানানো হয় এবং অনুরোধ করা হয় মোবাইল ও ল্যাপটপকে অত্যাবশ্যকীয় ঘোষণা করতে কিন্তু গৃহমন্ত্রালয় থেকে এখনো কোনো বক্তব্য পেশ করা হয়নি।

Leave a Comment