উৎসবের মরশুমে আবারও সুখবর দিলো কেন্দ্রীয় রেল মন্ত্রক। বিশেষ ভাবে চালু করা হচ্ছে আরও ৩৯২ টি উৎসব স্পেশাল ট্রেন। বাংলা পেয়েছে ৩২ জোড়া। গতকাল মঙ্গলবার এই ঘোষণা করল রেল। লকডাউনের ট্রেন বন্ধের পর ধীরে ধীরে চালু হয় বিশেষ কিছু ট্রেন। বর্তমানে ৩১০ টি স্পেশাল ট্রেন চলছে। আসন্ন উৎসবের মরশুমে যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করেই এমন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রক।
এইদিন জারি করা একটি নির্দেশিকায় রেল বোর্ড জানায়, এই ট্রেনগুলি ঘন্টায় ৫৫ কিমি বেগে চলবে ও ভাড়াও নির্ধারিত হবে স্পেশাল ট্রেনের মতোই। আগামী ২০ই অক্টোবর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন গুলি। দুর্গাপুজো, দশেরা, দীপাবলি, ছটপুজো ইত্যাদি উৎসব গুলি পরপর থাকায় যাত্রীদের জন্য এমন বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনগুলি কলকাতা, পাটনা, বারানসী, লখনৌ এবং অনান্য রুটে চালানো হবে। এতে পর্যটন শিল্পের ও উন্নতি হবে ও অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে।
একনজরে দেখে নিন বাংলা কোন কোন রুটের ট্রেন পেল :-
১. শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি (প্রতিদিন)।
২. হাওড়া-জম্মু-তাওয়াই (প্রতিদিন)।
৩. হাওড়া-রাজেন্দ্রনগর টার্মিনাল (দানাপুর) (প্রতিদিন)।
৪. শিয়ালদহ-জয়নগর (প্রতিদিন)।
৫. হাওড়া-রক্সৌল জংশন (প্রতিদিন)।
৬. শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার (প্রতিদিন)।
৭. কলকাতা-গোরখপুর (সপ্তাহে চারদিন)।
৮. হাওড়া-কাঠগোদাম (প্রতিদিন)।
৯. আজমেঢ়-শিয়ালদহ (প্রতিদিন)।
১০. উদয়পুর সিটি-নিউ জলপাইগুড়ি (প্রতিদিন)।
১১. বিকানির জংশন-কলকাতা (প্রতিদিন)।
১২. পুরী-হাওড়া (প্রতিদিন)।
১৩. সম্বলপুর-হাওড়া (সাপ্তাহিক)।
১৪. গুয়াহাটি-কলকাতা (সপ্তাহে তিনদিন)।
১৫. রাজেন্দ্রনগর টার্মিনাল-হাওড়া (প্রতিদিন)।
১৬. লোকমান্য তিলক টার্মিনাল-হাওড়া (সপ্তাহে দু’দিন)।
১৭. সাঁতরাগাছি-পুদুচেরি (সাপ্তাহিক)।
১৮. হাওড়া-এর্নাকুলাম (সাপ্তাহিক)।
১৯. সাঁতরাগাছি-পুণে (সাপ্তাহিক)।
২০. সাঁতরাগাছি-পুরী (সাপ্তাহিক)।
২১. হাওড়া-দিঘা (প্রতিদিন)।
২২. রাঁচি-হাওড়া (প্রতিদিন)।
২৩. সাঁতরাগাছি-চেন্নাই (দ্বি-সাপ্তাহিক)।
২৪. টাটানগর-হাওড়া (প্রতিদিন)।
২৫. হাওড়া-পুরী (প্রতিদিন)।
২৬. শালিমার-গোরখপুর (নির্দিষ্ট দিনে)।
২৭. কন্যাকুমারী-হাওড়া (সাপ্তাহিক)।
২৮. গোরখপুর-কলকাতা (সপ্তাহে চারদিন বা দ্বি-সাপ্তাহিক)।
২৯. হাওড়া-যশবন্তপুর (প্রতিদিন)।
৩০. ওখা-হাওড়া (সাপ্তাহিক)।
৩১. পোরবন্দর-হাওড়া (দ্বি-সাপ্তাহিক)।
৩২. ত্রিবান্দম-শালিমার (দ্বি-সাপ্তাহিক)।
৩৩. গোরখপুর-শালিমার (সাপ্তাহিক)।