করোনা আতঙ্কে NRS-এর ডাক্তার-নার্স সহ ৬৪ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হল

করোনাভাইরাস নিয়ে আতঙ্কের জেরে, চিকিৎসকের আকালের মধ্যেই চাপে পড়ে গেল এনআরএস মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সেখানকার পিজিটি, হাউস্টাফ, ইন্টার্ন-সহ ৩৯ জন চিকিৎসককে কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। যার প্রভাব পড়তে শুরু করেছে হাসপাতালের চিকিৎসা পরিষেবায়।

নোবেল করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে আগাম সতর্কতা না নেওয়ার ফলে এমন বিপর্যয়। চিকিৎসকদের একাংশের অভিযোগ, রোগীদের সম্পর্কে আগে থেকে জানানো হলে বা রিপোর্ট ঠিক সময়ে এলে এমন বিপর্যয় ঘটতো না। নোবেল করোনা আক্রান্ত কিনা সেই বিষয়ে রিপোর্ট না আসার ফলে এই সমস্যা।

শনিবার এনআরএস হাসপাতালে মৃত্যু হয়েছিল নোবেল করোনাভাইরাস আক্রান্ত এক ব্যক্তির। হিমোফিলিয়া আক্রান্ত ওই ব্যক্তিকে প্রথমে জেনারেল ওয়ার্ডে রাখা হয়েছিল। পরে সিসিইউতে রাখা হয়। তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ আসে। শুরু হয়ে যায় হুলুস্থুল। হাসপাতালের অধ্যক্ষ সুপার-সহ ৪৫ জন চিকিৎসককে কোয়ারেন্টাইনের জন্য চিহ্নিত করা হয়। চিহ্নিত করা হয় ১৬ জন নার্সকেও। নজরে রাখা হয় স্বাস্থ্যকর্মীদেরও।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, পরে নির্দিষ্টভাবে পিজিটি, হাউস্টাফ, ইন্টার্ন-সহ ৩৯ জন চিকিৎসককে কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এন আর এস মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রের খবর, ওই ৩৯ জন চিকিৎসককে বাড়ি এবং হোটেলে কোয়ারেন্টাইনে রেখে দেওয়া হয়েছে। ১৪ দিন পর তাঁরা আবার পুনরায় হাসপাতালে কাজে যোগ দেবেন। কয়েকজন স্বাস্থ্যকর্মীকে রাজারহাট কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ বিষয়ে অবশ্য হাসপাতাল সুপার, অধ্যক্ষ কিংবা স্বাস্থ্য ভবন কোন কিছু জানাতে নারাজ।

Leave a Comment