কোভিডের ধাক্কা আমাজনে, আক্রান্ত প্রায় ২০ হাজার

পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে জনপ্রিয় অনলাইন বিপনী আমাজন। করোনার সংক্রমণে তাদের ব্যাবসায় খুব একটা চাপ পড়েনি উল্টে লকডাউনে প্রয়োজনীয় সামগ্রী ঘর অব্দি পৌঁছনোয় তারা নিয়েছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে এবার আমাজনের নিজের করোনা সচেতনতা নিয়ে বিক্ষুব্ধ সেখানকার কর্মীরা।

আমাজন আমেরিকায় কাজ করেন মোট ১৩ লক্ষ ৭০ হাজার কর্মী। মার্চ থেকে আমেরিকা আমাজনে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮০০ কর্মী। আক্রান্তের সংখ্যা লজিস্টিক ডিপার্টমেন্টে সর্বাধিক। এদিন বিক্ষুব্ধ কর্মীরা জানায় “আমাজনের পক্ষ থেকে করোনার খবর চেপে যাওয়া হচ্ছে, কোনো কর্মীর করোনা হলে সেটা বাকিদের জানানো হচ্ছে না “। তারা আরো জানান যে অনেক সময় করোনার উপসর্গ থাকা সত্বেও কর্মীদের ছুটি দেওয়া হচ্ছে না এবং তাদের জোর করে কাজ করতে বাধ্য করা হচ্ছে।

তবে বহুজাতিক সংস্থাটির তরফে জানানো হচ্ছে যে “অতিমারীর শুরু থেকেই কড়া পদক্ষেপ নিয়েছে আমাজন, কর্মী সুরক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে, এমনকি উপসর্গ থাকলে নেওয়া হচ্ছে অধিক সাবধানতা, কোনো কর্মীর করোনা ধরা পড়লে সেটা বাকিদেরও জানানো হচ্ছে এবং সব ধরণের সাবধানতা নেওয়া হচ্ছে। আমেরিকায় যে হারে করোনা ছড়াচ্ছে, আমাজন যদি কোনো সাবধানতা না নিতো তাহলে সংক্রমিত হতেন প্রায় ৩৪ হাজার কর্মী, সেখানে সংখ্যাটা প্রায় অর্ধেক “।

Leave a Comment