১৪ই জুন এক রবিবারের দুপুরে সবাই যখন ভাতঘুমের আগে হাতে মোবাইল নিয়ে সোসাল মিডিয়ায় ব্যাস্ত তখন এক আকাশ ভাঙা খবর ভেসে ওঠে নিউজফিডে। সোনার হাসি মাখা মুখের, সাবলিল অভিনেতা আর নেই ইহোলোকে। খবরটা পাওয়া মাত্রই তাঁর আত্মহত্যার কথা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সারা বিশ্বে। ফ্যানেদের হৃদয় ভেঙে মাত্র ৩৪ বছরেই কেন এমন সিদ্ধান্ত তরুন হার্টথ্রবের? সেদিন থেকে আজ পর্যন্ত কেউ তার আত্মহত্যার কথা মানতে চায়নি। সোসাল মিডিয়ায় বিক্ষোভের ঝড় উঠে চলেছে এখনো। বর্তমানে সিবিআই তদন্ত চলছে। তারই মধ্যে অন্যরকম ভাবে শ্রদ্ধাজ্ঞাপন করলেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়। হুবহু একইরকম দেখতে সুশান্ত -এর মোমের মূর্তি গড়ে তাক লাগিয়ে দিয়েছেন এই সুশান্ত ভক্ত। মোমের হলেও সেই সাবলিল সরল হাসি টা কিন্তু বর্তমান মূর্তির মুখেও। পরনে রয়েছে কালো প্যান্ট, সাদা গেঞ্জি ও তার ওপর ফেড ডেনিম জ্যাকেট। আসল নকলের তফাৎ বোঝাই যেন মুশকিল। ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে শিল্পীর এই অপূর্ব সৃষ্টি। আসানসোলের মানুষজন নেটে ছবি গুলি দেখার পর থেকে ভিড় জমিয়েছে তাঁর বাড়ির সামনে একটি বার এই ভাষ্কর্য দেখার জন্য। এই মূর্তিটি তিনি আসানসোল ওয়াক্স মিউজিয়ামেই রেখেছেন।
মহালয়ার দিন যেন ভক্তগণ আবার ফিরে পেল তাদের প্রানের প্রিয় হিরো কে এই মূর্তির মাধ্যমে। এইদিন একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৫ ফুট ১০ ইঞ্চি রাজপুত সাহেবের এই মূর্তির উন্মোচন হলো। জনগনের সামনে দেবীপক্ষের সূচনায় এ যেন এক নতুন এসএস আর কে ফিরে পেলো দেশবাসী।
সুশান্ত বাবু বলেন, ধোনি সিনামাটি দেখার পরে তিনি রাজপুতের অনুরাগী হয়ে যান। সবার মতো তাকেও অনেকটাই বিষ্ময়ে নাড়িয়ে দিয়েছিলো এই অকষ্মাৎ মৃত্যু সংবাদ। তাই তাঁকে চিরতরে স্মৃতিতে রাখতে ও সন্মান জানাতে দেড় মাসের প্রচেষ্টার ফল তাঁর এই পূর্ণাঙ্গরূপ মূর্তিটি। ভবিষ্যতে রাজপুত পরিবার যদি চায় তখন তিনি সুশান্ত সিং রাজপুতের আরও মোমমূর্তি বানাতে ইচ্ছুক। তবে সবার আগে তাঁর মৃত্যুর সঠিক বিচার চান তিনি।