সীমান্তে চীনের আগ্রাসন কোনওমতেই মানবে না ভারত, জানালেন রাজনাথ সিং
নিজস্ব প্রতিবেদন, বেশ কয়েক মাস ধরেই চিন তার সমস্ত চুক্তি ও বোঝাপড়া লঙ্ঘন করে লাদাখে উত্তেজনার সৃষ্টি করেছে। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে লোকসভায় সে সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর বক্তব্য পেশ করেন। পাশাপাশি তিনি এও বলেন, গালওয়ানে ভারতীয় সেনার হাতে চিনা বাহিনীর অনেকেরই মৃত্যু হয়। চিন বহুবার বৈঠকে বোঝাপড়া করে। কিন্তু চিন তার কথা রাখেনি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার চিহ্নিতকরণ সঠিক নয় কারন অনেক জায়গার উপরেই ভারত ও চীন উভয় দেশেরই দাবি আছে। কিন্তু তাঁর অভিযোগ যে এই সমস্যার সমাধানে প্রথমে চিন উৎসাহ দেখালেও পরে তেমন কিছু করেনি।
রাজনাথ সিং বিস্তারিতভাবে বিবৃতি দিয়ে জানান যে সমস্যাটা আসলে কোথায় এবং গত কয়েক মাসে কি কি ঘটেছে। ঐতিহাসিকভাবে চিহ্নিত সীমান্তকে চিন মানে না। প্রতিরক্ষামন্ত্রীর কাছ থেকেও এটাও জানা যায় যে পূর্ব লাদাখে এপ্রিল মাস থেকে সৈন্য এবং অস্ত্রশস্ত্র মোতায়েন বৃদ্ধি করে চিন যে আক্রমণাত্মক মনোভাবের পরিচয় দিচ্ছে সেটা তাদের সাথে চুক্তি এবং বোঝাপড়ার সাথে খাপ খায় না।রাজনাথ সিং আশ্বাস দিয়ে জানান যে ভারতীয় সেনাবাহিনী দেশের অখন্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি জানান যদিও ভারত শান্তিপূর্ণ ভাবে এই সমস্যার সমাধান চায় কিন্তু লাল ফৌজের আগ্রাসনের চেষ্টাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
গালওয়ান উপত্যকায় সংঘর্ষে লাল ফৌজের অনেক সদস্যদের মৃত্যু হয়েছিল। ভারতের কম্যান্ডিং অফিসার সহ কুড়ি জন জওয়ান গালওয়ানে মারা যান। চিনের কত জন সেনা মারা গিয়েছে পিএলএ সেটা না জানালেও রাজনাথ সিং আজ স্পষ্ট জানিয়েদেন যে সংখ্যাটি অনেকটাই বেশি। রাজনাথ সিং আরো অভিযোগ করেন যে ভারত এবং চিনের মধ্যে আলোচনা চলাকালীনও চিন আগ্রাসী মনোভাব দেখিয়েছে। তিনি সাংসদদের আশ্বস্ত করে বলে যে চিনের এই আগ্রাসন ভারত খুব দক্ষতার সাথে সামাল দিয়েছে।