সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জে
নিজস্ব প্রতিবেদন, ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ। প্রায় প্রত্যহ দেশ কম্পনে কেঁপে উঠছে। এদিন সকাল ৬ টা বেজে ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। প্রায় ৩৮ মিনিট ধরে এই কম্পন অনুভূত হয়। এই জায়গায় আগেও অনেকবার কম্পন হতে দেখা গিয়েছে। শেষ গত মাসের ২০ তারিখে মৃদু কম্পন অনুভূত হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ-এ।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, আগের বার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্টব্লেয়ারের ২২২কিমি দক্ষিণ দিকে কম্পনের কেন্দ্রস্থল ছিল। গভীর রাত ২.২৩ মিনিটে ওই এলাকায় মাঝারি মাপের কম্পন অনভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭।
পরপর এরূপ ভূমিকম্পে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। তবে প্রাণহানির কোনও খবর আসেনি।লকডাউনের মধ্যে গত কয়েক মাস ধরেই দেশের নানা প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকালে ভূমিকম্প হয় নাসিক ও মুম্বইয়ে। শুক্রবার অর্থাৎ ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৪১ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয় নাসিকে। তারপরই সাত সকাল ৬.৩৬ মিনিট নাগাদ ভূমিকম্প হয় মুম্বইয়ে। নাসিকে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ ও মুম্বইয়ে মাত্রা ছিল ২.৭। তবে সূত্রের খবর কোথাও কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।