সমস্ত স্বাস্থ্যবিধি মেনে খুলল ইস্কনের মন্দির

সমস্ত স্বাস্থ্যবিধি মেনে খুলল ইস্কনের মন্দির

নিজস্ব প্রতিবেদন, এক এক করে পরিস্থিতি স্বাভাবিক করার পথে হাঁটছে দেশ। আক্রান্তের সংখ্যা নেহাত কম না হলেও সুস্থের সংখ্যা বেশ বেড়েছে। করার জেরে বন্ধ হয়ে যায় ধর্ম প্রতিষ্ঠান থেকে শুরু করে স্কুল – কলেজ, অফিস সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৯ অগস্ট থেকে বন্ধ হয়ে গিয়েছিল ইস্কন মন্দির। সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আনলক ৪ পর্ব। প্রায় এক মাস বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে খুলল মন্দির।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, এখন থেকে দিনে দুবার করে খোলা হবে মন্দির। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত মন্দির খোলা থাকবে বলে জানা গিয়েছে। এরআগে খুলে গেছে তারকেশ্বর মন্দির। করোনা আবহে ইস্কন মন্দিরে পর্যটক না আসার জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। এবার গোটা পরিস্থিতি বিবেচনা করে মন্দির খোলা হল।

তবে, আগের মতোই মানতে হবে কোভিড প্রোটোকল। স্বাস্থ্যবিধি মেনেই পুজো আর দর্শনের ব্যবস্থা করা হয়েছে। থার্মাল স্ক্রিনিং করে ঢুকতে হবে মন্দিরে। মন্দিরের ভিতরে ৬ ফুট দূরত্ব বজায় রেখে ভক্তদের বসবেন। মন্দির চত্বরে বেশিক্ষণ বসে থাকা, ধ্যান করা কিংবা শুয়ে প্রণাম করাও যাবে না। মাস্ক বাধ্যতামূলক। স্যানিটাইজার এবং দূরত্ববিধি বজায় রাখতে হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment