সবং থানার ওসি সহ খড়্গপুরে দমকল কেন্দ্রের ১৪ জন কর্মী করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদন, করোনার প্রকোপে গোটা বিশ্ব জর্জরিত। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ছাড়িয়ে গিয়েছে।করণাতে মৃতের সংখ্যা তিন হাজার ছুঁইছুঁই। এবার করোনার জেরে সবচেয়ে বেশি আক্রান্ত হতে দেখা যাচ্ছে পুলিশ ও ডাক্তারদের। অতিমারীর প্রথম দিন থেকে এনারাই আমাদের সুরক্ষার জন্য দিন-রাত পরিশ্রম করে গিয়েছে। আজও এদের করোনা সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ চলছে। এরমধ্যে যদি সুরক্ষাদাতাই করোনা আক্রান্ত হয়, তাহলে চিন্তার বিষয় অবশ্যই।
সংক্রমণ বাড়ছে চিকিৎসক, নার্স ও পুলিশের মধ্যে। পুলিশের পাশাপাশি, এবার দমকল কর্মীদের মধ্যেও করোনার সংক্রমণ।মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর দমকল কেন্দ্রের ১৪ জন কর্মীর শরীরে করোনা পজেটিভ মিলেছে। সূত্রের খবর খড়গপুর দমকল কেন্দ্রে মোট ৭০ জন কর্মী রয়েছেন। ২৫ অগাস্ট থেকে ধাপে ধাপে সকলের করোনার অ্যান্টিজেন টেস্ট শুরু হয়। মঙ্গলবার যার রিপোর্ট আসে। দেখা যায় ১৪ জন করোনা আক্রান্ত। কিন্তু আশ্চর্যের বিষয় যে আক্রান্তরা সকলেই উপসর্গহীন।
সিল করে স্যানিটাইজ করা হল সবং থানা। গত কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুরের সবং এলাকায় বেড়ে চলেছে করোনার সংক্রমণ। এবার বাদ গেলো না থানা। ১৪ জনের রিপোর্ট পজিটিভ আসার পর সাময়িকভাবে থানার কাজকর্ম বন্ধ রেখে জীবাণু মুক্ত করার কাজ শুরু করলো প্রশাসন। এই প্রথম জেলায় প্রথম কোন ওসি আক্রান্ত হলেন করোনাতে। এর আগে বিডিও আক্রান্ত হলেও পুলিশের কোন ওসি আক্রান্ত হননি। ওসি সহ সব পুলিশ কর্মীরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
এর আগে সবং থানায় পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার মিলিয়ে মোট ১২ জন করোনা আক্রান্ত হন। মঙ্গলবার রিপোর্টে জানা যায়, ১২ নয় ১৪ জন করোনা আক্রান্ত। এর পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সবং থানার ওসি।করোনা রিপোর্ট পজিটিভ এসেছে থানার এক সিভিক ভলান্টিয়ারেরও।এরূপ পরিস্থিতিতে সবং থানার পুলিশ ব্যারাককে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।