সকল বিধি মেনে শুরু হচ্ছে অধিবেশন, তবে করোনাকালে সংসদে প্রশ্নোত্তর পর্ব বাতিলের সিদ্ধান্ত

সকল বিধি মেনে শুরু হচ্ছে অধিবেশন, তবে করোনাকালে সংসদে প্রশ্নোত্তর পর্ব বাতিলের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন, করোনা আবহে সকল নিয়মকানুন মাথায় রেখে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১ অক্টোবর পর্যন্ত। তবে এবার পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করা হল সংসদের আসন্ন বাদল অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব।সংসদে প্রশ্নোত্তর পর্ব বাতিল করা নিয়ে আগেই লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। যদিও তখনও পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

তবে জিরো আওয়ার ও অন্যান্য নিয়ম মেনেই বসবে সংসদের অধিবেশন।যদিও প্রশ্নোত্তর বাতিলের সিদ্ধান্তকে ভালো চোখে দেখছে না অন্যান্য রাজনৈতিক দল। বাতিলের কোনও কারণ দেখতে পাচ্ছে না তৃণমূল। বহু প্রশ্ন উঠতে শুরু হয়েছে। তৃণমূলের তরফে ডেরেক ও ব্রায়েন ট্যুইট করে বলেন, সংসদে প্রশ্নোত্তর পর্বের জন্য সাংসদদের ১৫ দিন আগে প্রশ্ন জমা দিতে হয়। ১৪ সেপ্টেম্বর অধিবেশন শুরু হবে। তাহলে প্রশ্নোত্তর পর্ব বাতিল করা হল কেন? বিরোধী সাংসদদের প্রশ্ন করার অধিকার খর্ব করা হল। ১৯৫০-এর পর এই প্রথম। সংসদের কার্যকাল একই থাকলে, প্রশ্নোত্তর পর্ব বাতিল হল কেন? তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এটা পুরোপুরি একতরফা সিদ্ধান্ত। গণতন্ত্রকে হত্যা করার জন্য অতিমারিকে অজুহাত হিসেবে খাড়া করা হচ্ছে।

১৪ সেপ্টেম্বর থেকে সবকিছু ঠিক থাকলে প্রতিদিনই বসবে অধিবেশন, এমনকি সপ্তাহান্তেও। জানা গিয়েছে, অধিবেশনের সময়তেও কিছুটা পরিবর্তন করা হয়েছে। প্রথম ভাগে সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দ্বিতীয় ভাগে দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত চলবে অধিবেশনের কাজ।অধিবেশন চলাকালীন সোশ্যাল ডিস্টেন্সের কথা মাথায় রাখা হবে। সংসদের প্রতিটি গেটে ঢোকার মুখে থাকবে থার্মাল গান ও স্ক্যানার। সংসদ ভবনের ৪০টি জায়গায় টাচলেস স্যানিটাইজার যন্ত্র বসানো হবে। আপৎকালীন ব্যবস্থা হিসেবে থাকবে মেডিক্যাল টিম ও অ্যাম্বুল্যান্স।

Leave a Comment