লাদাখের পর এবার চিনের নজরে অরুণাচল প্রদেশ
নিজস্ব প্রতিবেদন, এতদিন লাদাখের উপর নজর ছিল চিনের। এবার লাদাখে ভারতীয় সেনাদের থেকে ধাক্কা খেয়ে অরুণাচল প্রদেশের উপর নজর গেল চিনের। অরুণাচল প্রদেশের সীমান্তের কমপক্ষে চারটি স্থানে সেনা মোতায়েন করতে দেখা গিয়েছে চিনি সেনাকে। সরকারী সূত্রে খবর ভারতের অঞ্চল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অরুণাচল প্রদেশের আশাফিলা, টিউটিং অক্ষ, চাং ট্জে এবং ফিশটেল -২ সেক্টরের বিপরীতে চীনা অঞ্চলটিতে সেনা মোতায়েমের বিষয়টি লক্ষ্য করা গেছে।
শুধু তাই নয় বেশ কয়েকটি গভীর জায়গাগুলিতে চিনা নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চেয়েছে। এই অঞ্চলে চিনের তৎপরতা দেখে ভারতীয় পক্ষও সকল সেক্টরে এলএসি-র অবস্থান শক্তিশালী করা হয়েছে।চীনা সেনাবাহিনীর টহলগুলিও নিয়মিত দেখা গেছে এবং তারা ভারতীয় অঞ্চলগুলির খুব কাছাকাছি চলে আসছে। দেশের শীর্ষ সুরক্ষা ব্রাস ভুটানের ডোকলাম অঞ্চলে নিয়েঝ আলোচনা করেছে। পাশপাশি আশেপাশের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। কারণ সম্প্রতি সেসব জায়গাতেও চিনি সেনার তৎপরতা লক্ষ করা গিয়েছে।
ইন্ডিয়ান আর্মি সম্প্রতি পূর্ব লাদাখের প্যাংগ তসো হ্রদের ধারে ফিঙ্গার ৪ এ চীনা সেনাবাহিনীর অবস্থানগুলি এবং হ্রদের দক্ষিণ তীরে স্পানগুর ফাঁকের নিকটে উচ্চতাগুলি দখল করেছে।উল্লেখ্য, কয়েক বছর আগে, শিলিগুড়ি করিডরে ভারতীয় অবস্থানকে হুমকি দিয়ে ভারত ও চীন ডোকলাম মালভূমি অঞ্চলে একটি বড় স্ট্যান্ড-অফে জড়িত ছিল, যেখানে চীনারা ঝাঁঝিরি নদীর তীরে ভুটানের মাটিতে রাস্তা তৈরি করছিল।