লাখ লাখ ক্ষতির ক্ষতিপূরণে সরকার দিল মাত্র ৪ টাকা!
নিজস্ব প্রতিবেদন, লাখ লাখ ক্ষতির ক্ষতিপূরণ মাত্র ৪ টাকা। হ্যাঁ, সরকার বহু চাষীদের ক্ষতিপূরণে দিলেন মাত্র ৪ টাকা। উল্লেখ্য, ২০১৮ সালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয় মধ্যপ্রদেশের বিদিশা জেলার বিপুল সয়াবিন চাষের। কেটে গেল দুবছর। দুবছরের অপেক্ষা শেষে মধ্যপ্রদেশ সরকারের থেকে চাষীরা পেলেন মাত্র ৪ থেকে ১০ টাকা।
ক্ষতির ২ বছর পরে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’র (Pradhan Mantri Fasal Bima Yojana) আওতায় মাত্র ৪ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বিদিশা জেলার বহু কৃষক। এতবছর পর ক্ষতিপূরণের এমন রূপ দেখে স্বভাবতই ক্ষোভে ফুঁসছে চাষীরা।
এদিকে, বিষয়টি জানাজানি হতেই রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। বিভিন্ন মহলের প্রবল সমালোচনার জেরে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে শিবরাজ সিং চৌহান সরকার। দোষারোপ শুরু হয়েছে মধ্যপ্রদেশের রাজ্য রাজনীতিতে। এই অবস্থা বিগত কংগ্রেস সরকারকে দায়ী করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী কমল প্যাটেল। তিনি জানান, প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষক যাতে অন্তত ২,০০০ টাকা ক্ষতিপূরণ পান, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।