সারা দেশ জুড়ে যেখানে লকডাউন চলছে। বারবার স্বাস্থ অধিকারীকরা সোশ্যাল ডিস্টানসিং মেনে চলার কথা বলছে, সেখানে হাওড়ার টিকিয়াপাড়ায় রবিবার লকডাউন অমান্য করে শান্তি মিছিলে প্রায় সহস্রাধিক মানুষের জমায়েত দেখা গেল। এতে পুলিশের কার্যকারিতার ওপর প্রশ্ন ওঠে। কিছু দিন আগে বেলিলিয়াস রোডে লকডাউন অমান্য করে জমায়েত হতে দেখা গিয়েছিল জনগনকে। এই জমায়েত ভাঙতে গিয়ে পুলিশের দিকে ইট ছুঁড়ে মারা হয়। পুলিশের গাড়ি ও ভাঙচুর করে।
রবিবার সকাল ১১ টা নাগাদ বেলিলিয়াস রোডে শান্তি মিছিলের ডাক দেন স্থানীয় বাসিন্দারা। এই মিছিল চলতে থাকে টিকিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে হাওয়া থানা র্পযন্ত। এই মিছিলে যোগ দেন হাওয়া সিটি পুলিশের কর্তা সহ বিশাল পুলিশ বাহিনী এবং এলাকার বিশিষ্ট মানুষজন। বেলিলিয়াস রোড দিয়ে মিছিল যাওয়ার সময় অনেক বাড়ির ছাদ থেকে পুলিশের ওপর ফুল ছোঁড়া হয়। পুলিশের প্রশংসা করে টহলরত পুলিশের সামনে শ্লোগান দেন কিছু স্থানীয় যুবকরা। লকডাউন অমান্য করে পুলিশকে নিয়ে মিছিল করায় মুহূর্তের মধ্যে সোস্যালমিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।
এই ঘটনায় সবাই পুলিশকে প্রশ্ন ছুঁড়ে বলছে এক সাথে এতে মানুষের জমায়েতের অনুমতি কিভাবে দিল।এতে কোভিড -১৯ এর সংক্রমন বাড়তে পারে।যাঁরা এতে দিন লকডাউন মেনে চলায় সাহায্য করল তারাই কি শেষ মেষ লকডাউন অমান্য করল? তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে মানুষ ভুল বুঝে স্বতঃস্ফূর্তভাবে ভাবে মিছিলে যোগ দিয়েছে। কাউকে ডেকে আনা হয়নি, এত মানুষ এক সাথে জমায়েত হবে বোঝা যায়নি।