রেল পরিষেবায় আসছে বড়সড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদন, করোনার জেরে বেশ কিছুদিন রেল পরিষেবা বন্ধ থাকার পর শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেন চালু হয়। যদিও এখনও স্বাভাবিক হয়নি রেল পরিষেবা। তবে এবার রেলে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। জানা গেছে এবার থেকে নতুন টাইম টেবিল ও নতুন নিয়ম অনুযায়ী ট্রেন চলাচল করবে।
রেল সূত্রে খবর, ট্রেনগুলো রোজ রোজ যাতায়াত করছে লোকসানে সে গুলি কে চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হবে। এর পাশাপাশি যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়েও খেয়াল রাখা হবে। এছাড়াও জানা যাচ্ছে সারা ভারতে প্রায় ১০,০০০ স্টপেজ বন্ধ করে দেওয়া হবে। তবে যে এসব স্টেশনে পঞ্চাশের বেশি যাত্রী ওঠানামা করে সেগুলি বাদ দিয়ে, ৫০ এর কম যাত্রী যেখান থেকে উঠানামা করে সেগুলি কে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল।
ট্রেন বাতিলের সাথে স্টপেজের পরিমাণ কমলেও বাড়বে রেলের গতি। স্বাভাবিকভাবে ঘন্টার ৫৫ কিলোমিটার বেগে ছোটা ট্রেনগুলিকে ফাস্ট হিসেবে গণ্য করা হয়। কিন্তু এবার থেকে স্টপেজ কমে যাওয়ার ফলে যাত্রীদের সুবিধার্থে বহু ট্রেনকে সুপারফাস্ট ট্রেনে পরিণত করা হবে।