রাশিয়ার করোনা ভ্যাকসিন কি সত্যিই সফল ?

নিজস্ব প্রতিবেদন, করোনাতঙ্কে আমরা  গৃহবন্দি। প্রায় চার মাস হতে চলল আমাদের বন্দি দশা। আমরা এই বন্দি দশা থেকে মুক্তি পেতে অধীর আগ্রহে বসে আছি যে ভ্যাকসিন বাজারে কবে আসবে। ভ্যাকসিন নিয়ে আমারা আমাদের নিরপত্তা কার্যকর করতে চাইছি। অবশ্যই ভ্যাকসিন হতে হবে নিরাপদ এবং কার্যকর।
ইতিমধ্যেই রাশিয়া তাদের ভ্যাকসিন লঞ্চ করেছে। আমরা চাইছি আমাদের দেশে আসুক এই ভ্যাকসিন। কিন্তু আপনি কি জানেন রাশিয়ার ভ্যাকসিন কতটা কার্যকর ও নিরাপদ ?  জানতে গেলে এই আর্টিক্যাল টি শেষ পর্যন্ত পড়ুন।
রাশিয়ার ভ্যাকসিন টি কার্যকর কি না তা আপনাদের আমি দুটি ধাপে বোঝানোর চেষ্টা করবঃ-

১) স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতাঃ- যে কোন ভ্যাকসিন প্রস্তত হবার সময় তাদের গবেষণা পত্র জার্নালে প্রকাশ করে যেন সারা বিশ্বের বিজ্ঞানিরা যাচাই করে দেখতে পারেন যে ভ্যাকসিন টি ঠিকঠাক ভাবে প্রস্তুত হচ্ছে কি না। যদি কোন ত্রুটি থাকে তা ভ্যাকসিন বাজারে আসার আগেই ধরা পড়ে যায়। এবং ভ্যাকসিনটি যাতে ত্রুটিমুক্ত ভাবে প্রস্তুত হতে পারে তা ১০০% শতাংশ নিশ্চিত করে। অক্সফোর্ড বলুন বা মর্ডনারা তাদের গবেষণা পত্র জার্নালে প্রকাশ করেছে কিন্তু রাশিয়ার ভ্যাকসিন  জার্নালে প্রকাশিত হয় নি। তাই সারা বিশ্বের বিজ্ঞানিরা নিশ্চিত হতে পারছেন না যে ভ্যাকসিন টি ত্রুটি মুক্ত কি না।

২) পরীক্ষার সংখ্যাঃ- যে কোন ভ্যাকসিন প্রস্তুত করতে হলে মোট তিনটি ধাপ পেরোতে হয়। কিন্তু রাশিয়ার ভ্যাকসিন টি দুটি ধাপ পেরিয়েই অনুমোদন পেয়েছে। এই সময় বিশ্বে কমপক্ষে আরো ছয়টি ভ্যাকসিন এই তৃতীয় ধাপে আছে। কোন কোন ভ্যাকসিন রাশিয়ার ভ্যাকসিনের থেকে আগিয়ে আছে কিন্তু সেগুলো অনুমোদন পায় নি। আরো একটা অথ্য দিই যেটা জানলে চমকে যাবেন। সেটা হল রাশিয়ার ভ্যাকসিন মাত্র ৭৬ জনের উপরই পরীক্ষা করা হয়েছে। কিন্তু যদি ধরি অক্সফোর্ডের ভ্যাকসিন আমেরিকাতেই ৩০ হাজার মানুষের উপর প্রয়োগ করা হচ্ছে।
তৃতীয় ধাপটি এত গুরুত্বপূর্ণ কেন ?  এই ধাপে ভ্যাকসিন টি হাজার হাজার মানুষের উপর প্রয়োগ করা হয় এবং দেখা হয় তার কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না।  আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই ধাপে বিভন্ন বয়সের মানুষের এবং বিভিন্ন রোগাক্রান্ত মানুষের উপর প্রয়োগ করে ভ্যাকসিনের কার্যকারিতা এবং তার বিপদমুক্ততা পরীক্ষা করা হয়। রাশিয়ার ভ্যাকসিন এই তৃতীয় ধাপ অতিক্রম করার আগেই অনুমোদন পেয়েছে। এই ব্যাপারে রাশিয়া বিজ্ঞানিদের সংস্থা ACTO  উদ্বেগ প্রকাশ করেছে।

তাহলে বুঝতেই পারছেন যে মাত্র ৭৬ জনের উপর পরীক্ষা করে ভ্যাক্সিন বাজারে নিয়ে আসাটা বিপদজনক হতে পারে। হয়তো আপনি পুতিনের উপর ভরসা করে ভ্যাকসিনটি নিয়েও নিলেন তাহলে হয়তো ভ্যাকসিন টি থেকে আপনার হালকা বা বড়ো রকমের পার্শ্বপ্রতিক্রিয়াতে আক্রান্ত হলেন বা ভ্যাকসিন টি করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকরীই হল না।

Leave a Comment