রাশিয়ার পর এবার দেশের ভ্যাকসিনে ছাড়পত্র চীনের

দেশের কিছু সম্ভাব্য করোনার টিকা কে আপৎকালীন ক্ষেত্রে ব্যবহারের জন্য ছাড়পত্র দিল চীন সরকার। গত ২২ শে জুলাই জরুরী পরিস্থিতিতে চীনে করোনার টিকা তৈরি শুরু করা হয়। চিনা স্বাস্থ্য দপ্তর থেকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে, তবে চীনের সরকারের মতে এই টিকার ব্যবহার শর্তসাপেক্ষ। করোনা ভ্যাকসিন প্রস্তুতকারী টাস্কফোর্সের অন্যতম সদস্য ঝং ঝাঁবেই জানান ” শুধুমাত্র জরুরী পরিস্থিতিতেই এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে, যাকে ভ্যাকসিন দেওয়া হবে, প্রথমে তার অনুমতি নেওয়া হবে এবং ভ্যাকসিন ব্যবহারের পর তার শারীরিক অবস্থার যেকোনো রকম অবনতির জন্য তার চিকিৎসার উপর জোর দেয়া হবে, এবং বিশেষ ক্ষেত্রে ক্ষতিপূরণও দেওয়া হতে পারে”।

গোটা বিশ্বের সংক্রমণ সংখ্যা ২ কোটি ৩৬ লাখ ছাড়িয়েছে, মোট মৃতের সংখ্যা ৮ লক্ষ ছাড়িয়েছে। হংকংয়ে পুনর্বার নয়া সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে, হংকং এর এক ব্যক্তিকে পরীক্ষা করে পুনরায় একটি নতুন স্ট্রেইনের করোনা ভাইরাসের সংক্রমনের প্রমাণ মিলেছে।

এদিকে আমেরিকায় এখনো সংক্রমণ লাগামছাড়া, এখনো পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৫৮ লাখ আমেরিকান নাগরিক, মোট মৃতের সংখ্যা এক লক্ষ আশি হাজার, কিন্তু আমেরিকা, চীন এবং রাশিয়ার ভ্যাকসিন ব্যবহার করবেন না বলে জানিয়ে দিয়েছে। আমেরিকায় জরুরী ভিত্তিতে প্লাসমা থেরাপি কে ছাড়পত্র দেওয়া হয়েছে, এক্ষেত্রে করোনায় আক্রান্ত থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের প্লাজমা অন্য কোন সংক্রমিত মানুষকে দেওয়া হয় যা সংক্রমিত মানুষটির শরীরে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। তবে প্লাজমা থেরাপির অনেক পার্শপ্রতিক্রিয়া রয়েছে এবং সেই জন্যই শুধুমাত্র জরুরী ক্ষেত্রে এটির ব্যবহার এর উপর ছাড়পত্র দেওয়া হয়েছে।

Leave a Comment