রাজ্যে চালু হচ্ছে মেট্রো, থাকছে নয়া নিয়ম,,,, জানুন বিস্তারিত

রাজ্যে চালু হচ্ছে মেট্রো, থাকছে নয়া নিয়ম,,,, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন, করোনা সংক্রমণের আতঙ্কে বন্ধ হয়ে গিয়েছিল মেট্রো পরিষেবা। ২২ মার্চ থেকে থমকে যায় এই পরিষেবা। কিন্তু বহু মানুষের যাতায়াতের সাথী ছিল এই পরিষেবা। মেট্রো বন্ধ থাকায় অনেকেই সমস্যায় পড়েছে। এবার ধীরে ধীরে সমস্ত কিছু স্বাভাবিক জায়গায় ফেরার পথে হাটছে। এরমধ্যে রয়েছে মেট্রোও। শোনা যাচ্ছে, সরকার এবার ১৪ কিংবা ১৫ সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা চালু করতে চলেছে। মেট্রো চলবে সকাল ৮ টা থেকে রাট ৮ টা পর্যন্ত। তবে করোনা আবহে যাতে সংক্রমণের আশঙ্কা এড়ানো যায় তাই মেট্রোতে আনা হয়েছে নানান নতুন নিয়ম।

স্বরাষ্ট্রমন্ত্রকের কোভিড গাইডলাইনে, ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো চালুর ছাড় দেওয়া হলেও, এখন এই পরিস্থিতিতে রাজ্যে মেট্রো পরিষেবা চালু করতে রাজি নয় সরকার। তাই সেপ্টেম্বরের মাঝ থেকেই মেট্রো চালু হবে। স্বাস্থ্যবিধি মেনে মেট্রো পরিষেবায় রাখা হয়েছে নানান নিয়ম। মেট্রো কর্তৃপক্ষ করোনা আবহে নানান নতুন পদক্ষেপ নিতে চলেছে।

নবান্ন সূত্রের খবর, মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে:

একটি রেকে সর্বোচ্চ ৪৫০ জন যাত্রী থাকলে করোনা দূরত্ব বিধি বজায় রাখা সম্ভব।

রেক সংখ্যা ১০০ কিংবা তারও কম করা।৪৫০ জন মানুষকে পরিষেবা দেওয়া হবে প্রতিটি রেকে।

নোয়াপাড়া থেকে নিউ গড়িয়া – এক একটি রেকে ৮টা কামরা থাকে। যাত্রীদের বসার আসন ৩৮৪। কোভিড পরিস্থিতিতে সেই সংখ্যা কমিয়ে ১২৮ করা হচ্ছে। এর সঙ্গে কিছু লোক দাঁড়াতে পারবেন।

মেট্রোয় কামরা ৮, বসার আসন ৩৮৪, দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত গোটা রেকে মাত্র ৪৫০ জনই থাকবেন।

তবে শুধু যাদের স্মার্ট কার্ড আছে, তারাই মেট্রোতে চড়তে পারবেন। কারণ কোনও টোকেন দেওয়া হবে না। সাথে নতুন করে আর স্মার্ট কার্ড বানানোও যাবে না, পুরোনো স্মার্ট কার্ড থাকতে হবে মেট্রোতে চড়তে হলে। এই পরিস্থিতিতে মেট্রো কর্তৃপক্ষ এমন একটি অ্যাপ তৈরির কথা ভাবছে, যা ব্যবহার করে স্মার্ট কার্ড গ্রাহকরা জানতে পারবেন, কোন মেট্রো রেকে কতজন যাত্রী রয়েছেন? কোন স্টেশনে কতজন অপেক্ষা করছেন?

দুটি মেট্রোর মধ্যে সময়ের ফারাক থাকবে ১৫ মিনিট, শুধু অফিস টাইমে থাকবে সেই ফারাক ১২ মিনিট।

ক্রাউড ম্যানেজমেন্টের ব্যাপারে রাজ্য পুলিশের সহায়তা চেয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

এ সকল পদক্ষেপে রাজ্য সরকার সম্মতি দিয়েছে। তাই সচেতনতার সঙ্গে, স্বাস্থ্যবিধি মেনে মেট্রো নতুন করে আবার চালু হতে চলেছে।

Leave a Comment