রবিবার পর্যন্ত দুই বঙ্গে চলবে বৃষ্টিপাত
নিজস্ব প্রতিবেদন, আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা মুজফফরপুর থেকে জলপাইগুড়ির ওপর দিয়ে অসম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এর প্রভাবেই দুই বঙ্গে রবিবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত।
পাশাপাশি বঙ্গোপসাগরে ক্রমেই সক্রিয় হচ্ছে নিম্নচাপ জানালো আবহাওয়া দফতর। এর প্রভাবে দক্ষিণ উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানা গেছে আবহাওয়া দফতরের তরফ থেকে।এখন মৌসুমী অক্ষরেখার অবস্থান রয়েছে দক্ষিণবঙ্গের ওপর। এ কারণেই বাতাসে জলীয় বাষ্প বাড়ছে এবং চরমে উঠেছে আদ্রতা জনিত অস্বস্তি। তবে বঙ্গোপসাগরে রবিবার নতুন করে তৈরি হবে নিম্নচাপ। কলকাতাসহ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেও বিক্ষিপ্তভাবে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। রবিবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।
জানা যাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ মধ্য মহারাষ্ট্র এবং মারাঠওয়াদায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ভারতের কর্ণাটক, কেরল, অভ্যন্তরীণ তামিলনাড়ু, রায়ালসীমা, দক্ষিণ ছত্তিশগড়, দক্ষিণ ও উত্তর ওড়িশা, আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া মধ্য প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তর প্রদেশ, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। রাজস্থানের দক্ষিণ পূর্ব অঞ্চলে এবং উত্তরাখণ্ডের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, বালুচিস্তান, মুজাফফরাবাদ ও লাদাখের আবহাওয়া বৃষ্টিবিহীন ও শুষ্ক থাকবে।