মুখের কালো দাগ দূর হবে নিমেষে

পুজোর সময় চটজলদি ফেয়ারনেস পেতে কে না চায়? জোরদার ঘোরাঘুরির মধ্যে তো আর সময় করে রূপচর্চা করা সম্ভব নিয়। মুখের কালো দাগ দূর করতে এমনই এক জিনিস কিন্তু সবসময়ই আমাদের ঘরে মজুত থাকে, তা হলো পাতিলেবু। মুখের কালো দাগ-ছোপ দূর করতে পাতিলেবুর জুরি মেলা ভার। প্রাকৃতিক উপায়ে লেবু ব্যবহার করার ফলে কোন সাইড এফেক্ট ও নেই। একটু খেয়াল করলে দেখবেন সব ফেয়ারনেস প্যাকেই কিন্তু লেবুর ব্যবহার করা হয়। তবে লেবুর রসের রূপচর্চা টি রাতে করাই ভালো কারণ সূর্যের আলোর কোন এফেক্ট পড়ে না।

আপনার ত্বক যদি হয় স্বাভাবিক তাহকে লেবুর রস সরাসরি ত্বকে লাগাতেই পারেন, নাহলে মধু মিশিয়ে লাগালেও চামড়ার টান বজায় থাকে দীর্ঘদিন। মধু দিয়ে লেবুর রস লাগিয়ে শুকিয়ে নিন, পারলে সারারাত মেখেই শুয়ে পড়ুন। সকালে মুখ পরিষ্কার কিরে ফেলুন, ফল একেবারে হাতেনাতে।

আপনার ত্বক যদি হয় শুষ্ক, তাহলে লেবু মধুর সাথে মুলতানি মাটি ব্যাবহার করুন। প্যাকটি দাগ অংশে লাগিয়ে শুকিয়ে রাতে শুয়ে পড়ুন, সকালে মুখ ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহের মধ্যেই মুখের কালো দাগ সহ অনান্য দাগ ও দূর হবে সহজেই।

তবে হ্যাঁ লেবুর রস লাগানোর সময় যদি মুখ জ্বালা কিরে তবে অবশ্যই সাথে সাথে মুখ ধুয়ে ফেলুন। কারণ সবার ত্বকে রস সহ্য নাও হতে পারে ফলে নানান সাইড এফেক্ট।

Leave a Comment