মহালয়ের দিন বৃষ্টির আশঙ্কা
নিজস্ব প্রতিবেদন, নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। নিম্নচাপের প্রভাবে আগামী তিন-চার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে আসাম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। পাশাপাশি ওড়িশাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে, জানিয়েছে আবহাওয়া দফতর।
এরমধ্যে আগামী সপ্তাহে বিশ্বকর্মা ও মহালয়া। ইতিমধ্যে মাঝেমাঝেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও জলীয় বাষ্প বেশি থাকায় আপাতত আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তবে মহালয়ার সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে করোনার প্রকোপ অন্যদিকে বৃষ্টি। পুজোর সপ্তাহে আনন্দ একেবারে মাটি হতে পারে এবছর।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, “শনিবার কলকাতার আশপাশে মেঘপুঞ্জ তৈরি হয়েছিল। ফলে কোথাও বৃষ্টি হয়েছে আবার কোথাও বৃষ্টি হয়নি। জলীয় বাষ্প বেশি থাকার জন্য মাঝে মাঝে বৃষ্টি হলেও, ভ্যাপসা অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলছে না। উত্তর ভারত থেকে বিস্তৃত মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের একটা অংশের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত গিয়েছে। তবে মৌসুমি অক্ষরেখা খুব বেশি সক্রিয় নয়”