মর্মান্তিক ঘটনা! মাত্র ১৬ দিনের ব্যবধানে করোনায় বৃদ্ধা মা ও তাঁর পাঁচ ছেলের মৃত্যু, শোকের ছায়া গোটা পরিবারে

মর্মান্তিক ঘটনা! মাত্র ১৬ দিনের ব্যবধানে করোনায় বৃদ্ধা মা ও তাঁর পাঁচ ছেলের মৃত্যু, শোকের ছায়া গোটা পরিবারে

নিজস্ব প্রতিবেদন, অতিমারী করোনা কেড়ে নিল একই পরিবারের পরপর ৬ জনের প্রাণ। মর্মান্তিক এই ঘটনা ঝাড়খণ্ডের ধানবাদের। ঘটনার পর থেকেই বেশ আতঙ্কে রয়েছে পরিজন ও প্রতিবেশীরা। নড়েচড়ে বসেছে প্রশাসনও। জারি করা হয়েছে সতর্কতা।জানা গিয়েছে, প্রথমে ৮৮ বছরের এক বৃদ্ধা মা করোনা আক্রান্ত হন। তিনি দিল্লিতে একটি অনুষ্ঠান বাড়ি গিয়েছিলেন। সেখান থেকে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালেই প্রাণ হারান তিনি। মৃত্যুর বেশ কিছুক্ষন পর জানা যায়, তিনি করোনা আক্রান্ত ছিলেন। কিন্তু ততক্ষনে সব শেষ।

মায়ের মৃতদেহ সৎকার করেন তাঁর ছয় ছেলে। সৎকারের পর তাদের কাছে মায়ের করোনা টেস্টের রিপোর্ট আসে। সাথে সাথেই পরিবারের সকলের টেস্ট করা হয়। ছয় ছেলে সহ পরিবারের আরও কিছুজন সদস্যের শরীরে করোনা ধরা পরে। ভর্তি করা হয় হাসপাতালেও। কিন্তু অদ্ভুত ব্যাপার! ১৬ দিনের ব্যবধানে মারা যান পরপর বৃদ্ধার পাঁচ ছেলে। সত্যি অবিস্বাশ্যকর! উদ্বেগে ডাক্তাররাও। পঞ্চম ছেলের মৃত্যু হয়েছে গত সোমবার।

বর্তমানে বৃদ্ধার ষষ্ঠ ছেলে ও পরিবারের আরও ২ সদস্য জীবিত। কড়া নজরদারিতে রাখা হয়েছে তাঁদের। জেলা স্বাস্থ্য আধিকারিকরা জানান, মৃতরা সকলেই ৬০ বছরের ঊর্দ্ধে। তাছাড়া, তাঁদের শরীরে অনেক ধরনের রোগ বাসা বেঁধেছিল। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ঝাড়খন্ডে ২২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৬ জন।

Leave a Comment