মধ্যবিত্তদের মাথায় হাত! মেডিক্লেমের দাম দ্বিগুণ বাড়ালো এই বিমা সংস্থা
নিজস্ব প্রতিবেদন, চারিদিকে করোনা আক্রান্তের ছড়াছড়ি। এই করোনাকালে সাধারণ মানুষের রোজগার নেই। এরমধ্যে বাড়লো মেডিক্লেমের দাম। লক্ষাধিক গ্রাহক এবং কোম্পানির প্রতিনিধিরা সমস্যায় পড়ল। আগামী ১ অক্টোবর থেকে দ্বিগুণেরও বেশি দাম দিয়ে নতুন পলিসি করতে হবে, জানাল দিল ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানি।
চলতি দু’মাস মেডিক্লেম পলিসি বন্ধ রাখল কোম্পানি। এই মহামারীর সময় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই বিনা কোম্পানির এজেন্টরা। গ্রাহকরা এও দাবি করেন, তাঁদের পলিসির দাম বাড়ানোর আগে আগাম জানানোও হয়নি।
এব্যাপারে ইনস্যুরেন্স এজেন্টদের সর্বভারতীয় সংগঠনের নেতা সুজয় সোম জানান, “আমাদের প্রতিনিধিরা এতে সমস্যায় পড়েছে। মহামারীর মধ্যে এভাবে পলিসির দাম এতখানি বাড়ানো ঠিক হয়নি। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা যোগাযোগ করছে আন্দোলনের প্রস্তুতির জন্য।”
ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানির দীর্ঘ ৩০ বছরের পুরনো গ্রাহক গড়িয়াহাটের প্রবীণ বাসিন্দা অসিত বরন ঘোষের দাবি, তাঁরা স্বামী- স্ত্রী মিলে এতদিন ৭৫ হাজার টাকা দিতেন। এখন সেটা বেড়ে দাড়ালো দেড় লক্ষ। এই মহামারীতে যেখানে আয় বন্ধ, সেখানে বয়স্করা এত টাকা দিয়ে মেডিক্লেম করাবে কিভাবে? অন্যদিকে মেডিক্লেম না করালে বৃদ্ধ বয়সে কিছু হলে চিকিৎসা চলবে কিভাবে?
এরূপ নানা প্রশ্ন উঠছে গ্রাহকদের মনে। আরেক গ্রাহক প্রবীণ নৃপেন্দ্রনাথ ভঞ্জ বলেন, “এই কোম্পানি তো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। এরা যে বয়স্ক নাগরিকদের উপর এভাবে বোঝা চাপিয়ে দিল তাতে কেন্দ্রীয় সরকার কেন কিছু বলছে না? আমাদের জন্য কি কিছুই ভাববে না কেন্দ্র? যা ইচ্ছে তাই করবে?”