বিশেষ কিছু সংস্থার জন্য ঋণের পরিমাণ দীর্ঘ করল আরবিআই!
নিজস্ব প্রতিবেদন, এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫০ কোটি টাকা পর্যন্ত ধার দিতে পারবে। আরবিআই-এর প্রায়োরিটি সেক্টরে ঋণ দেওয়ার ক্ষেত্রকে আরও প্রসারিত করেছে। স্টার্ট আপ সংস্থাগুলিকে ৫০ কোটি টাকা পর্যন্ত ধার দেওয়ার কথাও জানানো হয়েছে।
প্রায়োরিটি সেক্টর লেন্ডিং-এর ক্ষেত্রে গাইডলাইন পরিবর্তন করা হয়েছে। সাথে জাতীয় অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে বিস্তৃত আলোচনার পর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে আরবিআই। স্বাস্থ্যপরিকাঠামোর উন্নয়ন করতেই এই ঋণের পরিমাণ দীর্ঘ করা হয়েছে।
পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক চাষী এবং শ্রমিকদের ক্ষেত্রে আরও বেশি করে ঋণের সুযোগ দেওয়া হবে। এছাড়া ক্রেডিটের ঘাটতি যুক্ত অঞ্চলে আরও ভাল করে ক্রেডিট দেওয়ার সুযোগ দেওয়া হবে।