বিলুপ্তিমূখী আন্দামানের উপজাতির উপর এবার করোনার প্রকোপ, ১০ জন করোনা আক্রান্ত

বিলুপ্তিমূখী আন্দামানের উপজাতির উপর এবার করোনার প্রকোপ, ১০ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদন, বিলুপ্তির মুখে এখন আন্দামানের উপজাতি। একসময় ব্রিটিশরা তাঁদের উপর অত্যাচার করে, সাথে হত্যা করে। তারপর থেকে সেখানে একজন একজন করে কিছু না কিছু রোগে মারা যাচ্ছেন। এখন তাদের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৩। এবার করোনার থাবা পড়েছে তাঁদের উপর। সেখানে ১০ জনের শরীরে মিলেছে করোনা পজেটিভ।হাসপাতালে ভর্তি তারা সকলেই।প্রবালপ্রাচীরের একটি দ্বীপে ক্ষুদ্র এলাকায় বসবাস গ্রেট আন্দামানিজদের। পোর্ট ব্লেয়ার শহরে যে ছ’জন গ্রেট আন্দামানিজের রিপোর্ট পজিটিভ এসেছিল, তাঁরা আপাতত সুস্থ। কোয়ারান্টিনে রয়েছেন সকলে। কিন্তু দ্বীপে যে চারজনের পজিটিভ এসেছে, তাঁরা এখনও চিকিৎসাধীন।

আন্দামানিজরা তাঁদের কাজে পোর্ট ব্লেয়ারে প্রায় যাতায়াত করে। সেখানে সংক্রামিত ছ’জন গ্রেট আন্দামানিজই দীর্ঘদিন ধরে শহরে বসবাস ও চাকরি করছিলেন। চিকিৎসক অভিজিৎ রায় জানিয়েছেন, আন্দামানের মূল দ্বীপে লাগাতার করোনা পরীক্ষা করা হচ্ছে। জুলাইয়ে ছয় গ্রেট আন্দামানিজের রিপোর্ট পজিটিভ আসতে ভর্তি করা হয় হাসপাতালে। জানা গিয়েছে, গত সপ্তাহে অভিজিতের নেতৃত্বে কয়েকটি বোটে স্বাস্থ্যকর্মীরা গ্রেট আন্দামানিজদের দ্বীপে যান। অভিজিৎ বলেন, ‘ওঁরা খুবই সহযোগিতা করেছিলেন। আমরা ওঁদের সকলেরই করোনা পরীক্ষা করি। তাতে চারজনের রিপোর্ট পজিটিভ এসেছে। আমাদের ধারণা, শহর থেকেই সংক্রমণ এই দ্বীপে এসেছে।’ তিনি জানিয়েছেন, দ্বীপে যে চারজন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে, তাঁদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তবে প্রথমদিকে ওখানে যাওয়া নিয়ে কিছুটা দুশ্চিন্তার বিষয় ছিল। কারণ প্রবালপ্রাচীরের ৩৭টি দ্বীপের সকল উপজাতি বাইরের লোক’কে সমান ভাবে গ্রহণ করে না। তাই সেখানে যাওয়ার জন্য বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিতে হয়েছিল। গ্রেট আন্দামানিজ পোর্ট ব্লেয়ার থেকে ঘুরে গিয়েছেন বলে খবর আসে প্রশাসনের কাছে।আর তারপর তাদের পরীক্ষা করলে সেটাই হয় যা সন্দেহ করা হয়েছিল। বেশকিছুজনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এখন শুধু নজর রাখা হচ্ছে, যাতে কোনোপ্রকারে এই করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে। অভিজিৎ বলেছেন, ‘যে সব উপজাতির সঙ্গে আমাদের যোগসূত্র রয়েছে, তাদের উপরে আমরা নজর রাখছি। এই সব উপজাতির সকলেরই যাতে পরীক্ষা হয়, তা নিশ্চিত করতে চাইছি।’ এমনিতেই সেখানে মানুষেরা অন্যান্য শহরে কাজ করতে গিয়ে নিয়ে আসেন শরীরে নানান রোগ। সেই রোগে মারা যেতে যেতে সেখানে গ্রেট আন্দামানিজের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৫৩।সংস্থার সিনিয়র গবেষক সোফি গ্রিগের ব্যাখ্যা, ‘নানা রোগে গ্রেট আন্দামানিজের সংখ্যা এখন হাতেগোনা। এর উপরে কোভিড থাবা বসালে তা নিঃসন্দেহে ঘোর দুশ্চিন্তার কারণ।’

Leave a Comment