‘বিজেপির অভিসন্ধি হল হিন্দু সংখ্যাগরিষ্ঠ করে দেওয়া ভূস্বর্গ!’ দাবি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন, বিজেপি চাইছে জম্মু-কাশ্মীরে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা কায়েম করতে, এমনই দাবি জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা বলেন, কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ করার চেষ্টা করছে বিজেপি। এই কারণেই ডিলিমেটশন কমিশনের আলোচনা থেকে জাতীয় কনফারেন্স সরে গিয়েছে।
প্রসঙ্গত এই মার্চে নয়া সেনসাস অনুযায়ী লোকসভা ও বিধানসভার নয়া ম্যাপ তৈরী করার জন্য কমিশন তৈরী করা হয়েছে। কিন্তু মে মাসে সেই সংক্রান্ত আলোচনা থেকে সরে আসে এনসি। আবদুল্লা বলেন যে বিজেপির অভিসন্ধি হল হিন্দু সংখ্যাগরিষ্ঠ করে দেওয়া ভূস্বর্গ। ছেলে ওমর আবদুল্লার সঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে এই কথা বলেন এই বর্ষীয়ান নেতা।
মে মাসে সেই সংক্রান্ত আলোচনা থেকে সরে আসে এনসি (ন্যাশনাল কনফারেন্স)। তবে কেন্দ্রীয় শাসিত অঞ্চল থাকা পর্যন্ত ন্যাশনাল কনফারেন্স ভোট অংশগ্রহণ নেবে, না নেবে না! সে বিষয়ে সরাসরি কোনও জবাব দেয়নি দলের শীর্ষ নেতৃত্ব। ওমর আবদুল্লার প্রশ্ন, যে সারা দেশের সঙ্গে ২০২৬ সালে এখানে ডিলিমিটেশন হওয়ার কথা ছিল। তাহলে এত আগে সেটা হওয়ার কারণ কি! যদিও তারা ৩৭০ ধারা অবলুপ্তি হওয়াকেই মানেন না, সেখানে এই কমিশনে অংশ নেওয়ার প্রশ্নই নেই। প্রসঙ্গত, গত বছর ৫ অগস্ট এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার পর ওমর ও ফারুক, উভয়কেই গ্রেফতার করে পুলিশ। চলতি বছরের মার্চ মাসে তাদের ছেড়ে দেওয়া হয় ।