ফের বাড়ল রাজ্যে আক্রান্তের সংখ্যা, সুস্থের হারও বেশ কম

ফের বাড়ল রাজ্যে আক্রান্তের সংখ্যা, সুস্থের হারও বেশ কম

নিজস্ব প্রতিবেদন, ফের বাড়ল রাজ্যে করোনা সংক্রমণ। বেশ কিছুদিন সংক্রমণের মাত্রা কম থাকলেও আবার আজ আক্রান্তের সংখ্যা তিন হাজার টপকালো। পাশাপাশি দৈনিক সুস্থতার হার অনেক কমেছে এদিন বলে জানা যাচ্ছে। বিগত কিছুদিন ধরে আক্রান্তের সংখ্যা বেশ বাড়তে দেখা গিয়েছে।

আগষ্ট মাসের মাঝে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২৮ হাজার ছুঁয়েছিল। মাঝে সেই সংখ্যা ২২ হাজারে নেমে এসেছিল। তবে শেষ কয়েকদিনে সেই সংখ্যা বাড়ছে। পাশপাশি আগষ্ট মাসের শুরুতে রাজ্যে সুস্থতার হার ছিল ৬৯ শতাংশ। সেটা ১লা সেপ্টেম্বরে এসে দাঁড়িয়েছে ৮৩ শতাংশে। এখন সেই সংখ্যা প্রায় ৮৬ শতাংশ ছাড়িয়েছে। যেখানে জুলাই মাসে রাজ্যে সুস্থতার হার ৬০ শতাংশের নীচে নেমে গিয়েছিল।

আজ শুধু কলকাতাতেই আজ আক্রান্ত হয়েছে ৪৮৭ জন। উত্তর চব্বিশ পরগণায় ৫১৬ জন। রাজ্যে এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ২,০৯,১৪৬ জন। শুধু কলকাতাতেই প্রায় সাড়ে ৪৭ হাজারের অধিক জনের শরীরে করোনা থাবা বসিয়েছে। তারপরেই রয়েছে উত্তর চব্বিশ পরগণা ও হাওড়া। এই দুই জেলায় মোট আক্রান্ত যথাক্রমে ৪২,৬৬৯ ও ১৫,৪৯৬। যদিও রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও সংক্রমণ বাড়েছে। রাজ্যে সংক্রমণের হার ৮.১৬ শতাংশ। রাজ্যে মোট সুস্থতার সংখ্যা ১ লক্ষ ৮১ হাজারের বেশি মানুষ।

শেষ চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৩২২৭। গতকালের দৈনিক আক্রান্ত ছিল ৩২১১।তেমনি আজ সারাদিনের সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯১৯। তবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যান্য জেলায় সংক্রমণের বৃদ্ধি। যেমনি দার্জিলিং, জলপাইগুড়ি,নদিয়া, দিনাজপুর ইত্যাদি। একসময় করোনাশূন্য ঝাড়গ্রামেও সংক্রমণ বেড়েছে।

Leave a Comment