ফের দক্ষিণ ২৪ পরগনায় ১৩ কেজি হরিণের মাংস-সহ এক চোরাশিকারি গ্রেফতার

ফের দক্ষিণ ২৪ পরগনায় ১৩ কেজি হরিণের মাংস-সহ এক চোরাশিকারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন, ১৩ কেজি হরিণের মাংস-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল মইপীঠ থানার পুলিশ। অভিযুক্তর কাছ থেকে বন্যপ্রাণীদের ধরবার জন্য ব্যবহৃত একটি ফাঁদ উদ্ধার হয়েছে। বহুদিন ধরে পুলিশ ধরার চেষ্টা করছিল। শেষমেশ পুলিশের ফাঁদে পা দিয়ে ধরা পড়ল এই চোরাশিকারী।

জানা যায়, পুলিশ আগেই গোপন সূত্রে খবর পেয়েছিল। তারপর বনদপ্তর ও দক্ষিণ ২৪ পরগনার মইপীঠ থানার পুলিশ শুক্রবার রাতে অভিযুক্ত মনীন্দনাথ দাসের বাড়িতে হানা দেয়। সেখানে তল্লাশি শুরু করতেই ১৩ কেজি হরিণের মাংস উদ্ধার হয়। তারপরই ওই ব্যক্তিকে গ্রাফতার করা হয়।

প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার জেলা বন আধিকারিক জানিয়েছেন, “ফাঁদ পেতে বন্য প্রাণীদের শিকারের পিছনে ধৃত মনীন্দ্রনাথ দাস ছাড়া আর কে বা কারা রয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।”জেলা বন আধিকারিক আরো জানিয়েছেন যে, উদ্ধার করা মাংস দেখে মনে হচ্ছে যে হরিণটিকে দুদিন আগে মারা হয়েছিল। এদিন ডিএফও বলেন, “এই হরিণ মারার ফাঁদে পড়ে অনেক বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে আগে। বছর দেড়েক আগে ফাঁদে পড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু হয়েছিল। চোরাশিকার যাতে বন্ধ করা যায় তার জন্য বন দপ্তর সবরকম চেষ্টা চালাচ্ছে।”

বহুবার বন্যপ্রাণী হত্যার খবর প্রায়ই প্রকাশ্যে আসে, যা আইনত অপরাধ। তবুও চোরাশিকারিদের এই কাজ বন্ধ হওয়ার নয়। বহুবার বহুজন গ্রেফতার হয়েছে। সম্প্রতি কয়েকজন যুবক গরুমারায় একটি বাইসন হত্যা করে তার মাংস দিয়ে ভুরিভোজও সারে। খবর পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে অভিযুক্তদের বাড়ি থেকে মাংসও উদ্ধার করেছিল এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল।

Leave a Comment