ফের কমল ডিজেলের দাম

ফের কমল ডিজেলের দাম

নিজস্ব প্রতিবেদন, স্বস্তির খবর, ফের কমল ডিজেলের দাম। তবে পেট্রোলের দাম একই রয়েছে। ডিজেলের দাম কমল লিটারে প্রায় ১১ পয়সা। শনিবার ডিজেলের দাম কমে হয় ১৩ পয়সা। চার মেট্রো শহরে লিটারপিছু ১৫-১৬ পয়সা দাম কমে ডিজেলের। তবে রবিবার পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।

বেশ কিছুদিন ধরে পেট্রোলের দাম বেড়েই চলছিল। পেট্রলের দাম লিটারে ১.৬৫ টাকা বেড়ে যায়। ১৫ আগস্টের পর তেল সংস্থাগুলির সিদ্ধান্ত অনুযায়ী বেড়েই চলছিল পেট্রোলের দাম। ডিজেলের দাম ছিল অপরিবর্তিত। গত বৃহস্পতিবার ডিজেলের দাম কমায় কলকাতায় লিটার পিছু ডিজেলের দাম এখন ৭৬.৯০ টাকা। আর দিল্লিতে ডিজেলের দাম কমে হয় লিটারে ৭৩.৪০ টাকা। শুক্রবার সেই দামই বজায় থাকে। তবে শনিবার ফের কমে ডিজেলের দাম।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয়ে থাকে পেট্রল ও ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয়ে থাকে পেট্রল ও ডিজেলের দাম।

Leave a Comment