ফুসফুসের গায়ে লেগে থাকা করোনা জীবাণুর এল এবার স্পষ্ট ছবি

ফুসফুসের গায়ে লেগে থাকা করোনা জীবাণুর এল এবার স্পষ্ট ছবি

নিজস্ব প্রতিবেদন, এবার নর্থ ক্যারোলিনা চিলড্রেন্স রিসার্চ ইনস্টিটিউট ইউনিভার্সিটির গবেষক ক্যামিলি-এর গবেষণাগারে ধরা পড়ল করোনা ভাইরাসের এত পরিষ্কার ছবি। এতদিন স্পষ্ট বোঝা যায়নি মানবদেহের ফুসফুসে করোনা ভাইরাসের ঘনত্ব। এবার এই সার্স-কোভ ২ জীবাণুর সংক্রমণের ছবি তোলা সম্ভব হয়েছে।

উচ্চক্ষমতাসম্পন্ন ইলেক্ট্রন মাইক্রোস্কোপে ৯৬ ঘণ্টা ধরে লাগাতার স্টাডি করে এই সংক্রমণের স্পষ্ট ছবি ধরা পড়েছে। যে ছবি প্রকাশ পেয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে।জানা গিয়েছে, SARS-CoV-2 ভাইরাসের জীবাণুটি অনেকটা চুলের মতো দেখতে । যে গুলি শ্বাসযন্ত্রের এপিথেলিয়াল কোষে গিয়ে বাসা বাঁধছে । জীবাণুর মাথাগুলি’কে বলা হচ্ছে cilia tips অর্থাৎ চুলের মতো গঠন ।

বোঝার সুবিধার জন্য ছবিগুলিতে রং করাও হয়েছে। দেখা যাচ্ছে SARS-CoV-2 ভাইরাসগুলো মিউকাসের মতো ছেয়ে যাচ্ছে ফুসফুসের কলা-কোষগুলিতে । জীবাণুগুলো একজনের শ্বাসযন্ত্র থেকে অন্যজনের শরীরে ঢুকে পড়ছে নাক ও মুখের মাধ্যমে। তাই সর্বদা আমাদের নাক মুখ সাবধানে রাখার কথা বলে।

Leave a Comment