প্রয়াত ভারতের অন্যতম ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
নিজস্ব প্রতিবেদন, প্রয়াত ভারতের অন্যতম ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত।বাংলা তথা ভারতের ফ্যাশন ডিজাইনিং দুনিয়ায় ইন্দ্রপতন। ৬৩ বছর বয়সে প্রয়াত হলেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। বৃহস্পতিবার রাত ১২.১৫ নাগাদ বাড়ির বাথরুম থেকে খুঁজে পাওয়া যায় তার মৃতদেহ। কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। তার পরিবার জানিয়েছে যে সকাল থেকে তাঁকে দেখতে না পাওয়ায় তাঁরা মনে করেছিল যে কোন জরুরী কাজের হয়তো বাইরে গিয়েছেন শর্বরী দেবী। এবং তাঁর ছেলেও জানিয়েছেন যে তারা যে যার কাজে সারাদিন ব্যস্ত থাকে ফলে তাঁর মায়ের সাথে দেখা না হওয়া খুব অস্বাভাবিক নয়। শুধুমাত্র খাবার টেবিলেই দেখা হয় তাদের।
নিজের বাড়িতে ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকতেন শর্বরী। জানা গেছে, বৃহস্পতিবার সারা দিনই তাঁদের সঙ্গে দেখা হয়নি শর্বরীর। গভীর রাতে শৌচালয়ের দরজা ভেঙে উদ্ধার হয় দেহ। জানা গিয়েছে, সেদিন রাতে না দেখতে পেয়ে তার মাকে, চিন্তিত হয়ে যায় ছেলে এবং খোঁজাখুঁজি করতে শুরু করে দেয়। অবশেষে তাঁর ছেলে মৃতদেহ বাথরুম থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পরিবারের চিকিৎসককে। তিনি এসে পুলিশকে খবর দিতে বলেন ও পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। সূত্রের খবর ঘটনাস্থলে পৌঁছেছেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা।
অমলিনবাবু জানিয়েছেন, তাঁরা নিজের নিজের জীবন, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, ফলে মায়ের সঙ্গে দিনের পর দিন দেখা না হওয়াই দস্তুর। হয়তো রাতে খাওয়ার টেবিলে একবার দেখা হয়। ফলে সকাল থেকে তাঁকে দেখতে না পেয়ে তাঁরা অস্বাভাবিক কিছু ভাবেননি।শর্বরীর অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হল শর্বরীর, তা খতিয়ে দেখছে পুলিশ।বেশিরভাগ ফ্যাশন ডিজাইনাররা মহিলাদের নিয়ে ভাবতেন কিন্তু তিনি মূলত পুরুষদের পোশাক ও তাদের জন্য ফ্যাশন ট্রেন্ড তৈরি করে দিয়েছিলেন। বাঙ্গালীর ধুতি কেও তিনি সারা দেশে বিখ্যাত করে তুলেছিলেন। তাঁর মত ফ্যাশন ডিজাইনার হয়তো খুব কমই আছে।