প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, শোকস্তব্ধ গোটা দেশ
নিজস্ব প্রতিবেদন, ৮৪ বছর বয়েসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার বিকেলে তিনি আমাদের ছেড়ে চলে যান। যদিও তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না, তা তাঁর চিকিৎসক আগেই বলেছিলেন। গোটা দেশ তাঁর আরোগ্য কামনা করছিলেন। কিছু শেষরক্ষা হল না। জীবনযুদ্ধে হার মারলেন তিনি। করোনা আক্রান্ত প্রণব মুখোপাধ্যায় -এর শরীরে জটিল অস্ত্রোপচার হয় , তারপর থেকেই তিনি কোমায় চলে যান।
তাঁর প্রয়াণে দেশে শোকের ছায়া নেমে এসেছে। দেশের সর্বস্তরের মানুষ তাঁর উদ্দেশে শোকের বার্তা ছড়িয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। ক্রীড়াবিদরাও এর ব্যতিক্রম নন। ক্রিকেটার তো বটেই অন্যান্য খেলার জগতের তারকারাও শেষ শ্রদ্ধা জানিয়েছেন দেশের রাজনীতির চাণক্য’কে।
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। ট্যুইটারে তিনি লিখেছেন, “প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আর নেই, শোনার পর দুঃখ হচ্ছে। এক যুগের অবসান হল। তিনি ভারত মাতার সেবা করে গিয়েছেন। তাঁকে হারিয়ে শোকাহত গোটা দেশ। তাঁর পরিবার, বন্ধু এবং সমস্ত নাগরিকের প্রতি সমবেদনা জানাই”
নরেন্দ্র মোদি যখন প্রধানমন্ত্রী তখন রাষ্ট্রপতির আসনে প্রণব! আদ্যন্ত কংগ্রেসি! কিন্তু, নিজের সাংবিধানিক দায়িত্ব সম্পর্কে তাঁর চেয়ে ভাল করে আর কেই বা সচেতন হতে পারেন! তাই রাজনৈতিক পোশাক বাইরে ছেড়েই রাইসিনা হিলসে প্রবেশ করেছিলেন প্রণব! নরেন্দ্র মোদিও বারবারই বলেছেন, কীভাবে প্রণব অভিভাবকের মতো তাঁকে গাইড করেছেন!
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন একবার সবাইকে চমকে দিয়ে অকপটভাবে জানিয়েছিলেন যে, ২০০৪-এ সনিয়া গাঁধী তাঁকে প্রধানমন্ত্রী করে দিয়েছিলেন। কিন্তু ওই পদের জন্য সবচেয়ে যোগ্য ছিলেন প্রণব মুখোপাধ্যায়।প্রণব মুখোপাধ্যায়ের লেখা দ্য কোয়ালিশন ইয়ার্স ১৯৯৬-২০১২ গ্রন্থের প্রকাশ অনুষ্ঠানে ওই মন্তব্য করেছিলেন মনমোহন।
২০১৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি এমন খবর পেয়ে সরাসরি দুঃখের কথা জানিয়ে টুইট করেন। এরপর ভিভিএস লক্ষ্মণ, জ্বালা গাটা, বীরেন্দ্র শেওয়াগ, ঋদ্ধিমান সাহা, অজিঙ্কা রাহানে, বিজেন্দ্র সিং, অনিল কুম্বলে, ঝুলন গোস্বামী, মহম্মদ কাইফ, অশ্বিনের মত তারকা ক্রীড়াবিদদের সঙ্গে ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু শোকের টুইট করেন।