প্রণব মুখোপাধ্যায়-এর শারীরিক অবস্থা আরও সংকটজনক, জানালেন তাঁর চিকিৎসক
নিজস্ব প্রতিবেদন, দেশের প্রাক্তন রাষ্ট্রপতির অবস্থা আরও সংকটজনক অবস্থায় পৌঁছেছে, এমনটাই জানালেন তাঁর চিকিৎসক। প্রণব মুখোপাধ্যায়-এর ফুসফুসের সংক্রমণ জটিল আকার নিয়েছে। সোমবার দিল্লির সেনা হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, এখনও গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন তিনি।প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপর গত ১০ অগাস্ট ব্রেন সার্জারি হয় প্রণব মুখোপাধ্যায়ের। এরপর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন তিনি। মস্তিষ্কের একটা ক্লট সরাতে তাঁর ব্রেন সার্জারি করা হয়। করোনা টেস্ট করা হলে জানা যায় তিনি করোনা পজেটিভ। নিজেই ট্যুইট করে সেই কথা জানিয়েছিলেন তিনি। গত কয়েদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
সার্জারির পর থেকেই তিনি কোমায় চলে যান। মাঝে মাঝেই তাঁর অবস্থা সংকটজনক হয়ে পরে আবার স্থিতিশীল হয়। কিন্তু তিনি সুস্থের পথে এখনও এগোননি। সকলেই তাঁর আরোগ্য হওয়ার কামনা করছেন। আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটালের তরফে সোমবার সকালে প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিবৃতি দিয়ে জানানো হয়, “রবিবার থেকেই প্রণব মুখোপাধ্যায়ের শারীকিক অবস্থা খারাপ হয়। ফুসফুসে সংক্রমণের জেরে তিনি সেপটিক শকে রয়েছেন। বিশেষজ্ঞ দল ২৪ ঘণ্টা তাঁর স্বাস্থ্যের ওপরে নজর রেখেছে। এখনও তিনি গভীর কোমায় আচ্ছন্ন এবং ভেন্টিলেটর সাপোর্টেই আছেন।”
রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে গোটা দেশ তাঁর আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠান। বীরভূম জেলায় তাঁর দেশের বাড়িতে প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য কামনা করে পুজোপাঠ হয়। গত শনিবার হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল, তাঁর রেনাল প্যারামিটারের কিছুটা উন্নতি হয়েছে। তবে ভেন্টিলেটর সাপোর্ট থেকে তাঁকে বের করা যায়নি। এখন প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা হেমোডায়নামিক্যালি স্টেবল, অর্থাৎ তাঁর শরীরে রক্ত সঞ্চালনের প্যারামিটার, অর্থাত্ রক্তচাপ, হার্ট এবং পালস রেট স্থিতিশীল এবং স্বাভাবিক। কিন্তু রবিবার খারাপ খবর এল।ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার ফের অবনতি হতে শুরু করেছে।