অত্যাশ্চর্য ঘটনা পৃথিবীর বুকে খুব একটা কম হয়না, সে বিজ্ঞান নিয়েই হোক কিংবা জন্তু জানোয়ার। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আলোড়ন ছড়িয়েছে। এক ডাক্তার তার রোগীর মুখ থেকে বার করছে ৪ ফুট লম্বা সাপ, কি করে জ্যান্ত সাপ পেটে ঢুকলো সেটাই রহস্য আর আশ্চর্য।
দুবাই এর ” আল বায়ান ” নামক একটি সংবাদ সংস্থার টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে এক ডাক্তার তার রোগিণীর মুখ থেকে বার করছে একটি প্রায় ৪ ফুটের কালো সাপ, একটি যন্ত্রের মাধ্যমে মুখ থেকে বার করে সেই সাপকে পাশের একটি বালতিতে ফেলা হচ্ছে। রোগিনী তখনো অজ্ঞান। পাশে দাঁড়িয়ে থাকা নার্স ভয়ে চমকে উঠছেন।
জানা যাচ্ছে ঘটনাটি রাশিয়ার কাস্পিয়ান সাগর সংলগ্ন দাগেস্তান এলাকার। ঘুমের মধ্যেই তার মুখ দিয়ে একটি সাপ ঢুকে পড়ে তার পেটে। ঘটনাটি অত্যাশ্চর্য হলেও সত্য।
এরপর মহিলা অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরীক্ষা করে দেখা যায় তার পেটে কিছু একটা আছে, পরে বোঝা যায় যে সেটি একটি সাপ। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন থেকে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে, এলাকার মানুষদের বাইরে না ঘুমানোর জন্য অনুরোধ করা হয়েছে।
নিচে রইল সেই ভিডিওটি।