আজ আবার হলো এক নক্ষত্র পতন। যদিও আজকের দিন টা বেশ কিছুক্ষন আগে থেকেই বিনোদন জগতে নতুন ‘তারা’ অর্থাৎ জন্ম নিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী পুত্র য়ুভান চক্রবর্তী। কিন্তু অন্যদিকে বলিউডের পুত্রহারা হলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অনুরাধা পড়োয়াল।
বেশ কিছুদিন ধরে কিডনির অসুখে ভুগছলেন এমনটাই শোনা যায়। হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু শনিবার সকালেই তিনি অকালেই প্রান হারালেন মাত্র ৩৫ বছর বয়সে। তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোকাহত সঙ্গীত জগত। কারণ সঙ্গীত জগতেও পা রেখেছিলেন অনুরাধাজীর পুত্র আদিত্য পড়োয়াল।
তাঁর মৃত্যুর খবর প্রথম প্রকাশ করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অথা সঙ্গীত পরিচালক শংকর মহাদেবন। তিনি গভীর ভাবে শোকপ্রকাশ করেন। আরও বলেন মানুষ হিসাবে অত্যন্ত ভালো ছিলেন আদিত্য। সঙ্গীতের প্রতি তার নিষ্ঠা ও দক্ষতাও ছিলো অতুলনীয়। আদিত্যর প্রোগ্রামিং করা মিউজিকে কাজও করেছেন তিনি দুদিন আগেই। তাই এই অকাল মৃত্যু সত্যিই মেনে নিতে পারছেন না কেউই।
মায়ের মতো আদিত্যও প্রথম থেকেই চেয়েছিলো সঙ্গীত নিয়ে কাজ করতে। তিনি বলিউডে কাজও শুরু করেন। কিন্তু বিধাতার লেখায় বলিউড হারালো আবার এক যোগ্য শিল্পী। বিশ সালে ইরফান খান, ঝষি কাপুর, সরোজ খান, সুশান্ত সিং রাজপুতের পর আবারও নক্ষত্র পতন ঘটলো বলিমহলে। আবারও আমরা হারালাম এক উঠতি প্রতিভা।