পুজো হবেই, তবে প্যাণ্ডেলের একাংশ খোলা রাখাতে বললেন মুখ্যমন্ত্রী

পুজো হবেই, তবে প্যাণ্ডেলের একাংশ খোলা রাখাতে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন, করোনা পরিস্থিতির মধ্যেই দুর্গা পূজা হবে। বাঙালির প্রিয় পুজো বন্ধ হবে না কোনোমতেই। যদিও রাজ্যে এখন করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গ্লোবাল আডভাইজারি বোর্ডের সদস্যদের পরামর্শ মতো পূজো কমিটিগুলোকে প্যাণ্ডেলের একাংশ খোলা রাখার নির্দেশ দিলেন। যদিও আগামী ২৫ সেপ্টেম্বর পূজা কমিটির সঙ্গে বৈঠকৈ এই নিয়ে বিশদে আলোচনা করা হবে। প্যান্ডেলের একাংশ খোলা রাখলে মণ্ডপের ভিতরে হাওয়া চলাচল ভালো হবে, আর তাই এই পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতি বছরের মতই দুর্গাপুজো নিয়ে উৎসাহী মমতা। দুর্গাপুজোর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মিক যোগ নিয়ে নতুন করে বলার কিছু নেই। পুজো কমিটিগুলির আমন্ত্রণে প্রত্যেকবার মহালয়ার পরদিন থেকেই দরকারি কাজকর্মের মধ্যেও সময় বের করে দুর্গাপুজোর উদ্বোধনে ছুটে যান মমতা। উল্লেখ্য মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছিলেন, করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে দূর্গাপূজো এবারও করতে হবে।

দুর্গাপ্রতিমার চক্ষুদানও তিনি করেছেন। পুজোর সঙ্গে তাঁর সম্পর্ক নিবিড়। বুধবার নবান্ন সভাঘরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “সবাইকে আগামী কয়েকদিন সচেতন থাকতে হবে। সামনেই পুজো আসছে। ভাল করে করতে হবে তো। সংক্রমণ কমাতে এখন থেকেই ক্লাবগুলি ভূমিকা নিক।”

Leave a Comment